RG Kar Case : আমৃত্যু কারাদণ্ড নয়, সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে CBI, শুনানি সোমবার
আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করেছে CBI ।

সৌভিক মজুমদার, কলকাতা : CBI কেন বিচারকের সামনে আর জি কর মেডিক্যালের ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম প্রমাণ করতে পারল না, সেই প্রশ্ন ঘিরে এখন জোর চর্চা চলছে। তার মধ্যেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের পথেই হাঁটল CBI। আর জি কর মেডিক্যাল কলেজে পিজিটি তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল CBI । চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে নিম্ন আদালত।
সোমবার শুনানি
আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করেছে CBI । সোমবার তার শুনানি হওয়ার কথা।
সিবিআই এর আর্জি
বুধবার রাজ্য সরকারের করা মামলায় ডিভিশন বেঞ্চের শুনানির সময় CBI-এর আইনজীবী এই মামলার প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তোলে। সিবিআই এর আইনজীবী বলেছিলেন, মামলা করতে পারে তদন্তকারী সংস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, যিনি সাজা পেয়েছেন, তাঁর পরিবারের লোকজন। এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারও নেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এ রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। এরপর সিবিআই আলাদা ভাবে হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেয়।
কল্যাণের কটাক্ষ
বৃহস্পতিবারই সিবিআই-এর সিদ্ধান্তকে কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'শাস্তি বৃদ্ধির জন্য় হাইকোর্টে রাজ্য় সরকার গেছে। তাকে বিরোধিতা করছে কে, CBI, ভাবুন দেখি! কেন? পরে অ্য়াপিল করে বলছে আমরাও চাইছি। তোমার চাওয়া, আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন?'
নির্যাতিতার মা-বাবার সিবিআই-অসন্তোষ
এদিকে CBI এর ভূমিকা নিয়ে একাধিকবার অসন্তোষপ্রকাশ করেছেন নির্যাতিতার মা-বাবা। তরুণী চিকিৎসকের বাবার দাবি, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কাজই করেনি। অঙ্ক করার সময় তারা আগে উত্তর দেখেছে এবং পরে তারা অঙ্ক সাজিয়েছে।' আর জি কর কাণ্ডে নিম্ন আদালতের সাজা ঘোষণার পর এভাবেই মেয়ের খুনের তদন্ত নিয়ে CBI-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের বাবা। CBI-এর গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলে অভিযোগ করেন তিনি। এখন সেই সিবিআই-ই ফাঁসির আর্জি করে আদালতের দ্বারস্থ হল হাইকোর্টের।






















