RG Kar Case: ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার, CBI দফতর অভিযানে মহিলারা
CGO Complex Abhijan On Justice For RG Kar: দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান
কলকাতা: ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল।
একদিকে যখন আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুরু হল চার্জ গঠনের প্রক্রিয়া। অন্য়দিকে তখন সিবিআইয়ের ওপর চাপ বৃদ্ধি করতে এবং বাকি অপরাধীদের নাম চার্জশিটে যোগ করার দাবিতে পথে নামল মহিলারা। 'জাগো নারী, জাগো বহ্নিশিখার' ব্য়ানারে করুণাময়ী থেকে সিবিআইয়ের দফতর পর্যন্ত চলল মিছিল। উঠল স্লোগান।
গত মাসেই আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই। তাতে নাম ছিল ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম। সেই নিয়ে প্রশ্ন তুলে আগেই পথে নেমেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। উল্লেখ্য, জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। ১০ অগাস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৯ অগাস্ট সকালে।
সিবিআই সূত্রে দাবি, ৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট সকাল অবধি সঞ্জয় রায়ের গতিবিধি তারা ট্র্য়াক করেছে। কেন তারা মনে করছে সঞ্জয়ই এই ঘটনা ঘটিয়েছে, চার্জশিটে সিবিআই তারও উল্লেখ করেছে বলে সূত্রের খবর। এরপরেই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন, আজ RG কর-মামলার জোড়া শুনানি, প্রথম চার্জশিটে সঞ্জয়ের নাম, আদালতে পেশ সন্দীপ-সহ ঘনিষ্ঠদের..
সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি রয়েছে। ৮৭ দিনের মাথায় আজ আর জি কর মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। একদিকে, আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও TMCP নেতা আশিস পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।