RG Kar Case: কবে মিলবে বিচার? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি পাড়ি অভয়ার পরিবারের
RG Kar Doctor Death: বুধবার সকালে দিল্লি উড়ে গেলেন নিহত তরুণী ডাক্তারের বাবা মা। তাঁদের আশা, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে দেখা হবে তাঁদের।

কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন আর জি করের নির্যাতিতার বাবা ও মা। এদিন সকালেই রাজধানীর উদ্দেশে রওনা দেন তাঁরা। আগামীকালই অমিত শাহর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।
সেই ৯ অগাস্ট থেকে এসে গেল আরও একটা ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্বরোচিত ঘটনার পর কেটে গেল প্রায় এক বছর। নিহত চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ, আজ পর্যন্ত বিচার পাননি তাঁরা। এই অবস্থায় ফের দিল্লির কড়া নাড়তে চললেন তাঁরা। সেই উদ্দেশে বুধবার সকালে দিল্লি উড়ে গেলেন নিহত তরুণী ডাক্তারের বাবা মা। তাঁদের আশা, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে দেখা হবে তাঁদের। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, "দিল্লিতে যাচ্ছি, কর্মসূচি আসলে হচ্ছে, CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, করুণা নন্দী ওঁর সঙ্গে দেখা আজকেই হবে। আগামীকাল (বৃহস্পতিবার) অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্য়ে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত ৯০% নিশ্চিত, যে, আগামীকাল (বৃহস্পতিবার) ওঁর সঙ্গে দেখা হবে। এখনও সময়টা জানাতে পারেননি। এটাই হচ্ছে আসল। আরও অনেক কর্মসূচি আছে, সেগুলো আসতে আসতে সবাই জানতে পারবে।''
গত বছর আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ৯ অগাস্ট সকালে তাঁর দেহ উদ্ধার হয়। যে ঘটনার প্রতিবাদে অভূতপূর্ব গণ আন্দোলন দেখেছে বাংলা... যে ইস্য়ুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে কার্যত নতিস্বীকার করতে হয় রাজ্য় প্রশাসনকে। যে ইস্য়ুতে উৎসব ভুলে, জুনিয়র ডাক্তারদের অনশনের পাশে দাঁড়ান বহু মানুষ। এই পরিস্থিতিতে গত বছর দুর্গাপুজোর পর এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।
গত বছর ২২ অক্টোবর, অমিত শাহকে চিঠিও লেখেন নিহত চিকিৎসকের বাবা। এরপর গত ২৭ অক্টোবর, আর জি কর-কাণ্ডের পর প্রথমবার বঙ্গ সফরে আসেন অমিত শাহ। প্রায় ১৭ ঘণ্টা রাজ্যে থাকলেও নিহত চিকিৎসকের মা-বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় পাননি। এমনকী, নির্যাতিতার পরিবার সূত্রে দাবি, অমিত শাহকে যে চিঠি দেওয়া হয়েছিল, তার কোনও উত্তর পাননি। এর পর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা। কিন্তু কোনও ইচ্ছাই পূরণ হয়নি। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছেন, দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু, সময় চেয়েও পাওয়া যায়নি। নতুন আশা নিয়ে ফের দিল্লি গেলেন নিহত চিকিৎসকের বাবা-মা।






















