RG Kar Case: RG Kar-এর দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে CBI-কে ধমক, শোকজ করল আদালত
আদালতের তরফে বলা হয়, 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?'

প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় এবার CBI-কে শোকজ করল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত। সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক বিচারকের। আদালতের তরফে বলা হয়, 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?'। বিচারক এও বলেন, সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না। আগামীকালের মধ্যে সমস্ত নথি জমা দিন, চার্জ গঠন করে বিচার শুরু করব। হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন?' এভাবেই এদিন CBI-কে ধমক বিচারকের।
আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ থাকাকালীন টেন্ডার থেকে ৭ থেকে ১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। তার আমলে ৭০ শতাংশ টেন্ডারই পেয়েছিলেন ঘনিষ্ঠ দুই ঠিকাদার। এমনকী হাউসস্টাফ নিয়োগে ২৪ জনের ইন্টারভিউয়ের নম্বরে কারচুপি করা হয়েছিল। হাইকোর্টে আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলার রিপোর্ট জমা দিয়ে এমনই দাবি করেছিল সিবিআই।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। ২০২৪ সালের ২৩ অগাস্ট সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ২৯ নভেম্বর সেই মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। সেই মামলাতেই হাইকোর্টে রিপোর্ট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাতে দাবি করা হয়, সন্দীপ ঘোষ আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থাকাকালীন হাসপাতালের তরফে দেওয়া টেন্ডারের সত্তর শতাংশই পেয়েছেন সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। এমনকী হাসপাতালের জন্য বরাদ্দ অর্থ সন্দীপ ঘোষ অন্যত্র কাজে লাগাতেন বলেও দাবি করা হয়েছে।
এই রিপোর্ট পেশের পরেই এদিন বিচারপতি নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুর জন্য সিবিআইকে চেষ্টা করতে হবে। এর জন্য সময়ও বেঁধে দেন বিচারপতি। তিনি বলেন, আগামী শুনানির এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের চেষ্টা করতে হবে সিবিআইয়ের বিশেষ আদালতকে।
অন্যদিকে, আর জি কর মেডিক্যাল দুর্নীতি মামলায় পৃথক তদন্ত শুরু করেছে ED। এর আগে কেন্দ্রীয় এজেন্সি ইডি-র তদন্ত নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















