RG Kar Case: RG Kar কাণ্ডে রাসবিহারীতে ফের মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না..'
Victims Father On RG Kar Case :আরজি কর কাণ্ডে রাসবিহারীতে প্রতিবাদ মঞ্চে গিয়ে বড় প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা, কী বললেন মৃতার বাবা ?
কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) রাসবিহারীতে প্রতিবাদ মঞ্চে গিয়ে বড় প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, 'প্রথমে হাসপাতাল থেকে আত্মহত্যার কথা জানানো হয়। এত মানুষের জমায়েত দেখে বুঝতে পারছি, বিচার পাবই। আশা করি, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ', রাসবিহারীতে আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে মন্তব্য মৃতের বাবার ( Victims Father On RG Kar Case)।
এদিন নির্যাতিতার বাবা বলেন,' রাত্রি ১১ টা ১৫ মিনিটে ওর মায়ের সঙ্গে কথা হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা এই প্রসঙ্গে কথা হয়। জুনিয়রদের সঙ্গে সিনিয়ররা খাবার ভাগ করে নেয়। আর টানা ২৪ ঘণ্টা-৩৬ ঘণ্টা ডিউটি এগুলি কোনও আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না। ..ডিউটি সেবার দেওয়া তাঁদের প্রধান ধর্ম থাকে। পরদিন সকালবেলা ১১ টার সময় আমরা জানতে পারি, আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গিয়েছিল, রোগীদের বাঁচাতে, সেখানেই তাঁর জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়। বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আরজিকর হাসপাতালে। যাকে ১৫-২০ মিনিট বিশ্রাম করতে দেওয়া হয় না, সেখানে ৭-৮ ঘণ্টা কোনও জুনিয়র, কোনও স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কারও প্রয়োজন হল না ? ! এই প্রশ্ন নিয়ে আমি ১ মাস ধরে ঘুরছি। কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না।'
আরও পড়ুন, কুণালকে ফের রাজ্যসভায় পাঠানোর দাবি, 'দলের জন্য কী করেছেন জহর সরকার? মমতার উচিত..'
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।