RG Kar News: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের
RG Kar Issue: মেডিক্য়াল কলেজগুলিতে থ্রেট কালচারের অপসংস্কৃতি। শুরু হল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। আর তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলরত জুনিয়র ডাক্তাররা

Background
কলকাতা: থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু করল আর জি কর মেডিক্য়ালের বিশেষ তদন্ত কমিটি। কিন্তু প্রথম দিন ১২জনকে তলব করা হলেও, হাজির হলেন মাত্র পাঁচজন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৩জন অধ্য়াপকের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে আর জি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে, মেডিক্য়াল কলেজগুলিতে থ্রেট কালচারের অপসংস্কৃতি। শুরু হল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। আর তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলরত জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, কলকাতার এসএসকেএম, আরজি কর-ই হোক বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। গত কয়েক দিনে, থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য, অডিও ক্লিপ সামনে এসেছে। আর গতকাল, আরজি কর মেডিক্যালে হুমকি দেওয়ায় অভিযুক্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এই হাসপাতালেরই বিশেষ তদন্ত কমিটি। ১২ জনের এই তালিকায় নাম রয়েছে আর জি কর মেডিক্যালের ইন্টার্ন সারিফ হাসানেরও।
সরকারি ত্রিপল। সেই ত্রিপল না পাওয়ার অভিযোগে এবার সরব হলেন বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা। অন্য়দিকে এই ত্রিপল না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন দলের সদস্য়। গোটা ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা সাফাইও দিয়েছে বিজেপি। সরকার বলেছিল- ত্রিপল মিলবে, সেই আশাতেই বসেছিল সব হারানো মানুষগুলো। কিন্তু অভিযোগ, সেই প্রাপ্য়টুকু পাচ্ছেনা না তাঁরা । আর সেই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা।
বাঁকুড়া সোনামেলার বাসিন্দা মীরা মাল বলছেন, 'কুকুরের মতো খাচ্ছি। ত্রিপল দিচ্ছে না। ভোটের সময় বলবে ভোট দিবি মা বোন।' মঞ্জুরা মাল বলছেন, 'গোটা ঘরে জল পড়ে। ঘরে থাকতে হয়। বাচ্চা নিয়ে শুতে পারিনি। ঘুমোতে পারিনি। সারা রাত জেগে থাকতে হয়। ত্রিপল পাইনি। আজকে দেব. কালকে দেব করে, কালকে গেলে বলে পরশু দেব। বিক্ষোভ এই কারণেই তো দেখাচ্ছি।'
একদিকে ত্রিপল না পেয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীদের একাংশ, তখন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে ত্রিপল বিলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে দলেরই অন্দরে। বাঁকুড়ার বিজেপি জেলা কমিটির সদস্য় বিকাশ ঘোষ বলছেন, 'যে এলাকাগুলোতে বিজেপিকে ভোট দিয়েছে সেখানকার মানুষ ত্রিপল পাচ্ছে না। যেখানে তৃণমূল জিতেছে সেখানে বিধায়ক গিয়ে ভোট দিচ্ছে। নিজের ঘরে মজুত রাখছে। আমরা তো ভোট করি, বিধায়ক ভোট করে না।এর প্রভাব ভোট পড়বে।' বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব তৃনমূল সভাপতি রাজীব দে বলছেন, 'এটাই দুর্নীতির অভিযোগ। বিজেপির জেলা সভাপতি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ।' এই নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য় করতে চাননি বিজেপি বিধায়ক। সব মিলিয়ে বন্য়া দুর্গতদের জন্য় আসা সরকারি অনুদান নিয়েও দু্র্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায়।
WB News Live: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে হাসপাতালের অধ্যক্ষদের
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে হাসপাতালের অধ্যক্ষদের। সমিতিতে থাকবেন ১জন করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার ও নার্স। রোগী কল্যাণ সমিতিতে থাকবেন একজন জনপ্রতিনিধিও। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: মধ্য়রাতে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার
আর জি কর-কাণ্ডের পর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। মধ্য়রাতে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার। ইঞ্জেকশন দিতে হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী টাকা দাবি করেন বলে অভিযোগ জানান এক রোগীর আত্মীয়। দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলাশাসক।






















