Kunal Ghosh: "মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে ময়দানে খেলা হবে", বিরোধীদের হুঁশিয়ারি কুণাল ঘোষের
Kunal Ghosh On Nabanna Avijan: নবান্ন অভিযান কর্মসূচির জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
![Kunal Ghosh: RG Kar Doctor death Protest TMC Spokesperson Kunal Ghosh attacks Opposition For Nabanna Avijan Kunal Ghosh:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/26/dbe77d17c98ed86546d671d676eb7b8c1724656154917990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor death Protest) ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই ২৭ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কর্মসূচি হবে বলে জানিয়েছেন এই আন্দোলনের উদ্যোক্তারা।
সোমবার এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Spokesperson Kunal Ghosh)। ছাত্র সমাজের আড়ালে বিজেপি ও সিপিএম এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যে অচলাবস্থা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধীদের তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ। একটি ভিডিও দেখিয়ে কুণাল ঘোষের দাবি, "তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে, কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস আর সিপিএম। ধানতলা, বানতলা ও তাপসী মালিকের ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে, রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। আরজি করের বিচার চাইলে, আমাদের সবার একটাই স্বর। কিন্ত, মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে। বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে, ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। বিরোধীরা শকুনের রাজনীতি করছে।"
কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য। কুণাল ঘোষকে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই চাকরি দেওয়ার জন্য খুঁজছেন বলেও মন্তব্য করেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)