RG Kar Case Update : হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র
আর জি কর-কাণ্ডে আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল।
LIVE
Background
RG Kar News Update: সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের
সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। 'আমরা উপযুক্ত নির্দেশ দিয়েছি, আইন প্রণয়নকারী সংস্থাকে পদক্ষেপ নিতে হবে'। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। 'সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি-সহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে', পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, নোডাল অফিসার নিয়োগ করা হোক: বৃন্দা গ্রোভার। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশ জানতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হোক: ইন্দিরা জয়সিংহ।
RG Kar News: সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ
সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ। আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের 'সংগঠন' থেকে বাদ সুদীপ্ত রায়। প্রাক্তনীদের সংগঠন থেকে সরানো হল তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়কে। সংগঠন থেকে বাদ, চিঠি দিয়ে সংগঠন জানিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে।
WB News Live Update: রামপুরহাট মেডিক্যালে 'থ্রেট কালচার', তদন্তে এবার কমিটি
রামপুরহাট মেডিক্যালে 'থ্রেট কালচার', তদন্তে এবার কমিটি। অধ্যক্ষ-সহ ৩জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা-কৌশিক কর অধ্যক্ষ, ২ প্রাক্তন ডিনের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি।
RG Kar News Update: আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল
বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
RG Kar Update: চিকিৎসকদের সুরক্ষায় কী কী পদক্ষেপ রাজ্যের?
চিকিৎসকদের সুরক্ষায় কী কী পদক্ষেপ রাজ্যের? '৫০ শতাংশের বেশি কাজ হয়নি, কেন এত ধীরগতি?' '১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার'। ৯ অগাস্ট থেকে আমরা নজর রাখছি: প্রধান বিচারপতি।