RG Kar Case: 'মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন..', RG কর কাণ্ডে মন্তব্য লকেটের
Locket On Mamata: রাজ্য মহিলা কমিশনে বিজেপির 'তালা লাগাও' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, কী বলছেন BJP নেত্রী লকেট ?
কলকাতা: রাজ্য মহিলা কমিশনে বিজেপির 'তালা লাগাও' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। বৃষ্টি মাথায় নিয়েই রাজ্য মহিলা কমিশনের অফিসে ধর্না। বিস্ফোরক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন।'
এদিন অগ্নিমিত্রা, লকেট, দেবশ্রী চৌধুরীদের নের্তৃত্বে অভিযান হয়। রাজ্য মহিলা কমিশনের অস্তিত্ব আছে ? প্রশ্ন তোলেন দেবশ্রী চৌধুরী। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা জানানো হয়েছে (CM Mamata Banerjee)। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির মহিলা মোর্চার। পুলিশের ব্যারিকেডে আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ। বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন। নিজে মুখ যখন বন্ধ রেখেছেন, অন্য রাজ্যের জন্য মুখ খুলছেন। বাংলার জন্য মুখ খুলুন, নাহলে মহিলা কমিশন অফিসটা বন্ধ করে দিন। কোনওরকম একটা স্টেটমেন্ট তাঁরা দেয়নি ডাক্তারকে নিয়ে।
সাত দিনে দ্বিতীয়বার। ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরির আর্জি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্থান-সহ আইন তৈরি ছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন করে ট্রায়াল শুরুর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, বিধানসভায় কড়া ধর্ষণ-বিরোধী আইন আনার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব, বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে, ফাঁসি, ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাব।
আরও পড়ুন, রাজ্য মহিলা কমিশনে বিজেপির 'তালা লাগাও' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার
এর আগে ২২ অগাস্ট, এই ইস্য়ুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে তিনি দাবি করেন, দেশে রোজ প্রায় ৯০ টি এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।