RG Kar Hospital Doctor Murder News LIVE : নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি, শাহকে চিঠি তৃণমূল সাংসদের
RG Kar Hospital Doctor Murder News LIVE Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। বামেদের ধিক্কার দিবস।
LIVE
Background
কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। বামেদের ধিক্কার দিবস। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক। গরহাজিরায় কাটবে বেতন, হুঁশিয়ারি নবান্নের। অপরাধীর ফাঁসির দাবিতে আজ দুপুর ৩টেয় মৌলালিতে মিছিলে মমতা। মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব। তছনছ এমার্জেন্সি থেকে ভেন্টিলেটর, লক্ষ লক্ষ টাকার ওষুধ। দাঁড়িয়ে দেখল পুলিশ! রড, কাচের বোতল, ইট নিয়ে ৪০ মিনিট ধরে শয়ে শয়ে দুষ্কৃতীর হামলা। এখনও গ্রেফতার নামমাত্র! এখনও কোনও অভিযোগই দায়ের করল না হাসপাতাল। হাসপাতাল ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজ! নেপথ্যে রাম-বাম চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। অতীনকে দিয়ে হামলা মুখ্যমন্ত্রীর, পাল্টা অভিযোগ শুভেন্দুর। নেপথ্যে শুভেন্দুর চক্রান্ত, পাল্টা অতীন।ওরা কারা? আর জি করে তাণ্ডব। তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চান শুভেন্দু। সিবিআই তদন্তের দাবি। দলের মুখপাত্রের পদ হারিয়ে আরও বিদ্রোহী শান্তনু। পদত্যাগী অধ্যক্ষকে আড়ালের অভিযোগে গ্রেফতারির দাবি! প্রমাণ লোপাটেই হাসপাতালে হামলা, আন্দোলন আরও তীব্র করার জুনিয়র চিকিৎসকদের হুঙ্কার। ফের কাজে যোগ দিয়ে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার বার্তা মুখ্যমন্ত্রীর। ভাঙচুর-বিধ্বস্ত আর জি করে রাজ্যপাল। গেলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে। বোসের সামনেই পুলিশের বিরুদ্ধে স্লোগান।
RG Kar Doctor Murder Protest News Updates LIVE: আরজি কর মেডিক্যালের ভিতরে ভাঙচুর, আরও ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
আরজি কর মেডিক্যালের ভিতরে ভাঙচুর, হামলার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা- সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাক স্বাধীনতার
RG Kar Doctor Murder Protest News Updates LIVE : বিচার চেয়ে পথে
রাত দখলের কর্মসূচিতেই থেমে নেই প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ মিছিল করলেন, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পড়য়া-শিক্ষক-অশিক্ষক কর্মীরা। মোমবাতি হাতে রাজপথে হাঁটলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, জয়া শীলরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে সরব হয়েছেন বলিউড তারকা ও ক্রিকেটাররাও।
RG Kar Doctor Murder Protest News Updates LIVE: পুলিশের সমালোচনায় হাইকোর্ট
যা ঘটেছে, তা যন্ত্রণাদায়ক। হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো। আরজি কর মামলার শুনানিতে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। ১০০ জনের জমায়েত জানতে পারে, ৭ হাজার জনের কথা কেন জানতে পারল না পুলিশ? পুলিশই যদি মার খায়, তাহলে আইন-শৃঙ্খলার কী হবে? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। সরকারের হলফনামা চাইল আদালত।
RG Kar Doctor Murder Protest News Updates LIVE : টার্গেট সেমিনার হল?
চিকিৎসকের ধর্ষণ-খুনের তথ্য়প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ এবার আরও জোরালো হল। ভাইরাল ভিডিওয়, এক হামলাকারীকে বলতে শোনা গেল, 'সেমিনার রুমে চল!' তাহলে কি সেমিনার হলই টার্গেট ছিল দুষ্কৃতীদের? উঠছে প্রশ্ন। অন্যদিকে, এদিনই সেমিনার রুমের পাশের ঘর সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
RG Kar Doctor Murder Protest News Updates LIVE: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের