RG Kar Incident: নির্যাতিতার দেহের পাশে ছিল ডায়েরি! ছেঁড়া পাতা থেকেই কি মিলবে আসল উত্তর?
RG Kar Lady Doctor Death: ওই ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। তবে কয়েকটা পাতা ছেঁড়া ছিল। কটি ছেঁড়া পাতাও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ।
প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও আবির দত্ত, কলকাতা: আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের দেহের পাশে উদ্ধার হওয়া ছেঁড়া ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্য়াবরেটরির একটি দল।
ধর্ষণ-খুনে অভিযুক্ত একা সঞ্জয়, নাকি নেপথ্যে একাধিক? যদি নৃশংস ঘটনায় একাধিক লোক জড়িত থাকে তাহলে তারা কারা? চিকিৎসককে ধর্ষণের পর খুন, নাকি খুনের পর ধর্ষণ? ধর্ষণ-খুনের নেপথ্য়ে বড় কোনও ষ়ড়যন্ত্র? হাইকোর্টের নির্দেশে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তভার নিয়ে এখন এইসব প্রশ্নেই অনুসন্ধান চালাচ্ছে CBI.
এরই মধ্য়ে এবার রহস্য়ের কেন্দ্রে নিহত চিকিৎসকের দেহের পাশে উদ্ধার একটি ডায়েরি। সূত্রের খবর, ডায়েরিটি CBI-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। তবে সেটির বেশ কয়েকটি পাতা ছেঁড়া। ছেঁড়া পাতাগুলিও অবশ্য CBI-কে দিয়েছে কলকাতা পুলিশ। সাধারণত চিকিৎসকদের কাছে একটি ডায়েরি থাকে যাতে ওষুধের নাম লেখা থাকে। কিন্তু, অনেকগুলি পাতা ছেঁড়া থাকায় রহস্য ঘনীভূত হচ্ছে।
ডায়েরিতে কি বিশেষ কিছু লেখা ছিল? সেটাই এখন বড় প্রশ্ন।
দিল্লি থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্য়াবরেটরির একটি দল কলকাতায় এসে পৌঁছেছে। এই দলটি ধৃত অভিযুক্তের মনস্তাত্ত্বিক পরীক্ষা করবে। এই পরীক্ষার মাধ্যমে তার মনস্তাত্ত্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করবে CBI
এদিকে আরজি কর কাণ্ডের পর এবার সিভিক ভলান্টিয়ারদের ওপর নজর রাখায় জোর দিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, এখন থেকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ারদের কার্যকলাপ সহ সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন একজন অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার। অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পিনাকী প্রামাণিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। নৃশংস এই ঘটনার বিচার চাইছেন সকলে। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির নির্ভয়ার মা বলেন, পরিস্থিতি মোকাবিলায় ব্য়র্থ হয়েছেন মেনে নিয়ে মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ করা উচিত। তিনি বলেন, 'এই ঘটনায় কিছুই বেরিয়ে আসছে না। একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এই ঘটনায় মনে হচ্ছে আরও কেউ জড়িত। + একজন মহিলা (মুখ্যমন্ত্রী) হওয়া সত্ত্বেও এই ঘটনায় যা হচ্ছে তা হওয়া উচিত নয়। ওঁর (মুখ্যমন্ত্রী) পরিবারের পাশে দাঁড়ানো উচিত। পরিবারকে আশ্বস্ত করা উচিত যে আমি এখানকার মুখ্য়মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আপনারা বিচার পাবেন। বদলে যে ভাঙচুর হচ্ছে তার প্রয়োজন নেই।'
এই আবহেই এক্স হ্য়ান্ড পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, 'কলকাতা পুলিশ তদন্তের নামে নিহত চিকিৎসকের সংগৃহীত ভিসেরা পরিবর্তন করেছে। এই নৃশংস ঘটনায় একাধিক ব্য়ক্তির যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রক্তের দাগ লেগে থাকা বস্তু বদল করা হয়েছে এবং কলকাতা পুলিশ সিজার লিস্টে যেগুলো দেখিয়েছে সেগুলো আসল বস্তু নয় যা থেকে DNA পরীক্ষায় কিছু অনুধাবন করা সম্ভব। মুখ ধোয়ার বেসিনও বদলে দেওয়া হয়েছে। হাসপাতালের অন্য় কোনও জায়গায় চিকিৎসককে খুন করে সেমিনার হলে দেহ ফেলে দেওয়া হয়েছিল।' নিহত চিকিৎসকের বাবাও তাঁর মেয়েকে অন্যত্র খুন করার অভিযোগ করেছেন।
আর জি করকাণ্ডে প্রতিবাদের ঢেউ বাংলা ছেড়ে আছড়ে পড়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শনিবার থেকে প্রত্য়েক দু'ঘণ্টা অন্তর আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিতে সমস্ত রাজ্য়কে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ভুল তথ্য দিয়েছেন', আরজি কর কাণ্ডে TMC সাংসদকে আজ বিকেলেই লালবাজারে তলব