Nabanna Abhijan: RG কর-কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে ধুন্ধুমার, নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার
RG Kar Incident One Year: গ্রেফতার চন্দন গুপ্ত নামে এক ব্যক্তি। ধৃত চন্দন উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : RG কর-কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে ধুন্ধুমার, নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার চন্দন গুপ্ত নামে এক ব্যক্তি। ধৃত চন্দন উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গত ৯ অগস্ট আর জি করের ঘটনার এক বছরের দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার মা-বাবা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই অভিযানের দিন। পুলিশকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। পুলিশকে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। লালবাজারের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়, সেখানে দেখা গিয়েছিল কয়েকজন মিলে এক পুলিশকর্মীকে রাস্তায় ফেলে মারধর করছেন। এই কয়েকজনের দলে ধৃত চন্দন গুপ্ত ছিলেন বলে দাবি পুলিশের। পুলিশকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে।
গতকাল বছর ৪০- এর চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে হেফাজতে নেবে পুলিশ, এমনটাই শোনা গিয়েছে। হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতকে। নবান্ন অভিযানের দিন যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতাকেও নোটিস পাঠিয়েছে পুলিশ। এবার প্রথম ব্যক্তিকে গ্রেফতার করা হল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ অগস্ট নবান্ন অভিযানের দিন অভয়ার মা-বাবার সঙ্গে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তবে তাঁদের হাতে দলীয় পতাকা ছিল না। বরং ভারতের জাতীয় পতাকে নিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন তাঁরা।
প্রকাশ্যে ধৃত চন্দন গুপ্তর রাজনৈতিক পরিচয়। পুলিশ সূত্রে খবর, তিনি ভাটপাড়া ২ নম্বর যে মণ্ডল, তার সেক্রেটারি এই চন্দন গুপ্ত। নবান্ন অভিযানের দিন সরাসরি পুলিশকে আক্রমণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটে গত ৯ অগস্ট। লালবাজার এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, একদল লোক DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করছেন। এই দলে চন্দন গুপ্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে। নবান্ন অভিযানের দিন পুলিশকে মারধর করার ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল গ্রেফতার হওয়া এই চন্দনের। তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ বলেও বিভিন্ন সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় অর্জুন সিংয়ের সঙ্গে বেশ কিছু ছবিও রয়েছে চন্দন গুপ্তর। তা এর মধ্যে প্রকাশ্যে এসেছে।






















