RG Kar Update: আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের, তলব লকেটকেও
Kolkata Police: ২ চিকিৎসক এবং বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে লালবাজারের
![RG Kar Update: আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের, তলব লকেটকেও RG kar investigation kolkata police summoned doctor kunal sarkar subarna goswami bjp leader locket Chatterjee for sharing sensitive and fake information RG Kar Update: আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের, তলব লকেটকেও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/8295d0a527f2cb725db54f0ac082406f1723953477762385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস দিল কলকাতা পুলিশ। এর সঙ্গেই প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে লালবাজার।
লালবাজারের দাবি চিকিৎসক কুণাল সরকার, পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুবর্ণ গোস্বামী নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। ৩৫ বিএনএস ধারায় অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয়েছে। বিকেল ৩টায় লালবাজারে আসতে বলা হয়েছে পুলিশের তরফে। আরজি কর নির্যাতিতার পরিচয় প্রকাশ করা, ভুয়ো খবর রটিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম এই নিয়ে অভিযোগ করছে।
চিকিৎসক কুণাল সরকার বলেন, 'সাইবার সেল থেকে নোটিশ পাঠিয়েছে। আমি এখন কলকাতার বাইরে। কাল সকালে ফিরব। কাল সকালে চিন্তা করব। আইনি পরামর্শ নেব। আমারও কিছু মতামত আছে, কিছু বক্তব্য আমি জানিয়েছি। যদি দেখা করা যুক্তিসঙ্গত বলে মনে হয়, তাহলে আমি দেখা করে বলব। হয়তো আকারে ইঙ্গিতে বলা হচ্ছে, আপনারা মতামত জানাবেন না।' চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, 'তদন্তে স্বার্থে যে কোনও সহযোগিতা করতে রাজি আছি। আমি কোনও পরিচয় ছড়ায়নি।' কোনও গুজব ছড়াইনি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর।
লকেটের প্রতিক্রিয়া:
বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও তলব করেছে লালবাজার। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস পাঠানো হয়েছে। তাঁকেও আজ দুপুর ৩টেয় লালবাজারে তলব করা হয়েছে। প্রাক্তন বিজেপি সাংসদের প্রতিক্রিয়া, এখনই তাঁর কাছে তলবের নোটিশ আসেনি। তিনি বলেন, আমাদের ডাকার জন্য যতটা তৎপর, সেই সময় যদি ওঁরা এতটাই তৎপর হতেন, তাহলে ভাল হতো। সবাই মেয়েটির বিচার চাইছে।'
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়-সহ SFI ও DYFI-এর ৭ জন নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। বুধবার রাতে আর জি কর মেডিক্য়াল কলেজের বাইরে ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে বৃহস্পতিবার ভাঙচুরের যাবতীয় দায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং বিজেপির ওপর চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)