RG Kar Protest : 'মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম, মনে হচ্ছে পাপ করেছি' অনশন মঞ্চে অশীতিপর বৃদ্ধ
বাড়িতে বসে থাকতে পারেননি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। সটান চলে এসেছেন ধর্মতলার অনশন মঞ্চে।
ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সমর্থন। একাদশীতে অরন্ধন পালন থেকে অনশন মঞ্চে দূর দূরান্ত থেকে যোগদান, সবেতেই দেখা গেল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। শুধু কলকাতার মানুষ নয়, বিভিন্ন জেলা থেকে এলেন মানুষ, বিদেশ থেকে দেশে ফিরেও অনেকে এসে দাঁড়ালেন অনশনরত চিকিৎসক পড়ুয়াদের পাশে। রবিবার অনশন মঞ্চে দেখা গেল একাধিক অন্যরকম ছবি। যেমন, রবিবার দণ্ডি কেটে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছলেন বরানগরের এক বাসিন্দা। আবার জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিতে কাঁথি থেকে ছুটে এলেন এক বৃদ্ধ। ক্যালিফোর্নিয়া থেকে পুজোর ছুটি কাটাতে কলকাতায় আসা চিকিৎসকও দূরে থাকতে পারলেন না কলকাতার চিকিৎসকদের আন্দোলন থেকে । অন্যদিকে আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে রবিবার অরন্ধন পালন করলেন নাগরিকদের একাংশ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া মিলল খাস কলকাতা থেকে জেলাতেও।
সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বেড়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে। রবিবারও যার অন্যথা হল না। তারই মধ্যে এবিপি আনন্দের ফ্রেমবন্দি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। কর্মজীবনে ছিলেন শিক্ষক। এখন বয়স আশি পেরিয়েছে। অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ারের ছোটবেলার পড়াশোনার ভিত গড়ে উঠেছে তাঁর হাতেই। আর জি কর-কাণ্ডের পর, ১০ দফা দাবিতে ধর্মতলায় যখন জুনিয়র ডাক্তারদের অনশনের এক সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে, তখন আর বাড়িতে বসে থাকতে পারেননি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা রথীন্দ্রনাথ পতি। সটান চলে এসেছেন ধর্মতলার অনশন মঞ্চে।
আক্ষেপের সুরে বললেন, ' মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম। এখন মনে হচ্ছে পাপ করেছি। সেই পাপক্ষালন করতে এসেছি। এখনও কেন রাষ্ট্রপতিশাসন জারি হবে না এই রাজ্যে। মুখ্যমন্ত্রী কী করে এখনও বসে আছেন...'
সব মিলিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে সুবিচার এবং জুনিয়র ডাক্তারদের দাবির পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রাজ্য সরকার ও আন্দোলনকারীদের টানাপোড়েন। কবে মিলবে সমাধানসূত্র ? কবে বিচার পাবেন আরজি করের নির্যাতিতা ? উত্তরের অপেক্ষা আন্দোলনকারীরা, উত্তরের অপেক্ষায় দেশ।
আরও পড়ুন : রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, আদালতে ফের 'ধাক্কা' সন্দীপ ঘোষের