RG Kar News Live: নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা জুনিয়র ডাক্তারদের
RG Kar Protest Livwনবান্ন থেকে কালীঘাট, বারবার ব্যর্থ বৈঠক, সুপ্রিম কোর্টে নজর দু’পক্ষেরই?

Background
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক দাবি করল সিবিআই। জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া থেকে শুরু করে খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, চিকিৎসক ধর্ষণ খুনের পর টালা থানার ওসিকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিল সিবিআই। রবিবার সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, আর জি কর-কাণ্ডে বৃহত্তর চক্রান্ত রয়েছে। টালা থানার ওসি বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একজন। প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের একটা যোগসাজশ ছিল।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালে ধর্ষন-খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ফের চটি দেখালেন বিক্ষোভকারীরা। শিয়ালদা কোর্টের ভিতরেও বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। কেউ অভিযুক্তদের হয়ে লড়বেন না, আদালতেই জানিয়ে দিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
RG Kar Protest Update: ৩৮ দিনের অপেক্ষার পর সাময়িক জয়, স্বাস্থ্য ভবনের সামনে উচ্ছ্বাস আন্দোলনকারীদের
স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চের চত্বরে খুশির মেজাজ। উৎসবের আমেজ। চলছে স্লোগান, বাজছে ঢাক, শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খের আওয়াজ। মিষ্টি বিলি করতে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনেকে।
RG Kar News Update: সিপি- কে সরানোর সিদ্ধান্তের পরেই এক্স মাধ্যমে পোস্ট সুখেন্দুশেখর রায়ের
কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়। অশোক স্তম্ভের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে ভারতের পতাকার রং। নীচে লেখা সত্যমেব জয়তে।






















