RG Kar News: সাসপেন্ড আরজি কর কাণ্ডে CBI-এর হাতে গ্রেফতার টালা থানার ওসি
Kolkata Police: টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ এনে গ্রেফতার করেছিল সিবিআই।
কলকাতা: সাসপেন্ড সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার ওসি। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ মণ্ডল।
গ্রেফতারির পরে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা গিয়েছিলেন অভিজিৎ মণ্ডলের বাড়ি। সেখানে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেছিলেন তাঁরা। তারপরে এদিন, তাঁকে সাসপেন্ড করা হল।
আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কেন গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ ও টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে? সিবিআইয়ের দাবি, ইচ্ছাকৃতভাবে দেরিতে মৃত্যু ঘোষণা এবং দেরিতে FIR দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ, এর ফলে নৃশংস অপরাধের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। সিবিআইয়ের দাবি, ধৃতদের উদ্দেশ্য ছিল এই ঘটনায় কোনও মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত থাকলে, তাদের আড়াল করা, সেই জন্যই এই কাজ করা হয়েছে। যা ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ ধারা (তথ্যপ্রমাণ লোপাট), ১৯৯ ধারা (সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা ও ৬১(২) ধারা (ষড়যন্ত্র) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। চিকিৎসককে ধর্ষণ-খুনের ধারার সঙ্গে এই ধারাগুলি জুড়ে সন্দীপ ঘোষ ও টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই।
এর আগে আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় ধৃত টালা থানার OC-কে সিজিও কমপ্লেক্স থেকে বার করার সময় বিক্ষোভ দেখানো হয়েছিল। ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে জুতো দেখিয়েছিলেন বিক্ষোভকারীরা। উঠেছিল ‘কলকাতা পুলিশ হায় হায়’, ‘স্বাস্থ্যমন্ত্রী হায় হায়‘, ‘উই ডিমান্ড জাস্টিস’ স্লোগান। সেদিন সাংবাদিকদের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন টালা থানার OC. তাঁর বিরুদ্ধে তদন্তে গাফিলতি, FIR করতে দেরি, তথ্য় প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে।
সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কলকাতা পুলিশের কমিশনার বদলে দেওয়া হবে। সরানো হবে ডিসি নর্থকেও। সেই ঘোষণা মতোই মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে অন্য পদে এডিজি এসটিএফ করা হয়। কলকাতা পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে মনোজ ভার্মাকে। ডিসি নর্থকেও অন্যত্র বদলি করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কিছু পদে রদবদল করা হয়েছে। তারপর বুধবার গ্রেফতার হওয়া টালা থানার ওসিকে সাসপেন্ড করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে বিপত্তি! হুড়মুড়িয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি