RG Kar News Live: তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন, মা-বাবাকে নিয়ে আর জি কর মেডিক্যালে সিবিআই
RG Kar News Live Updates: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ, নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী
LIVE
Background
কলকাতা: ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার। ২ ঘণ্টার বেশি ঠায় বসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। স্বচ্ছতার স্বার্থেই চাওয়া হয় লাইভ স্ট্রিমিং, দাবি জুনিয়র চিকিৎসকদের। সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ। নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন। হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের। অনেক অসম্মান করা হয়েছে। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্য ভবন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ। জুনিয়রদের পাশে থেকে সরকারকে হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণের।
RG Kar News Live: রোদ-বৃষ্টি মাথায় নিয়েই টানা ৪দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন
রোদ-বৃষ্টি মাথায় নিয়েই টানা ৪দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। সিপি থেকে স্বাস্থ্য কর্তাদের ইস্তফা-সহ সেই ৫ দফা দাবিতেই অনড়।
RG Kar Live: বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের
'অডিও ক্লিপে যে দুজনের কণ্ঠস্বর, তাদের একজন বামপন্থী যুব সংগঠনের, আরেকজন অতি বাম সংগঠনের', অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের ।
RG Kar Live: স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা
'স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা'। স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা: বিধাননগর কমিশনারেট।
RG Kar Protest Live: কুণালের পোস্ট করা অডিও ক্লিপে তোলপাড়, একজন গ্রেফতার
কুণালের পোস্ট করা অডিও ক্লিপে তোলপাড়, একজন গ্রেফতার। গড়ফার হালতু থেকে গ্রেফতার সঞ্জীব দাস ওরফে বুবলাই।
RG Kar Protest Live: সামিল অর্জুন সিংহ
৮ সেপ্টেম্বর নৈহাটিতে রাত দখলকারীদের ওপর হামলা, প্রতিবাদে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামিল অর্জুন সিংহ।