RG Kar News Live: RG কর কাণ্ডের বিচারের দাবিতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল
RG Kar Protest : জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।

Background
কলকাতা : মনে থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। যেখানে অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়। যদিও, এতে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে, এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা
RG Kar Protest: শ্যামবাজারের দিকে একাধিক মিছিল
চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। শ্যামবাজারের দিকে একাধিক মিছিল।
RG Kar News Live: মশাল মিছিল পৌঁছল ভিক্টোরিয়া
মশাল মিছিল পৌঁছল ভিক্টোরিয়া। শ্যামবাজারে হবে মিছিল শেষ।






















