Supreme Court on RG Kar Case: 'চালান ছাড়া ময়নাতদন্ত হল কীভাবে? চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে', জানাল সুপ্রিম কোর্ট
RG Kar Post Mortem Report: প্রধান বিচারপতি জানতে চান দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়?
নয়া দিল্লি: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে যে প্রশ্ন একাধিক সামনে আসে তা ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে। ধর্ষণ-খুন কিংবা সময়কাল? এ সব নিয়েই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট- প্রশ্ন ওঠে, প্রশ্ন উঠছে। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় ১ মাস পার, সোমবার মুখবন্ধ খামে একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই শুনানির দিনেও প্রশ্ন উঠল নির্যাতিতার দেহের ময়নাতদন্তের আগে চালান প্রেক্ষিতে।
রাজ্যকে একাধিক প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ময়নাতদন্তের সময়কাল নিয়ে সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি জানতে চান দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল।
শীর্ষ আদালতের তরফে বলা হয়, যখন ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় তাঁর আগে ডাক্তাররা একটি চালান পূরণ করে তা মৃতদেহের সঙ্গে ময়নাতদন্তের জন্য পাঠান। সিবিআইকে সেটা সুপ্রিম কোর্টে পেশ করার জন্য বলা হচ্ছে। সেই সময় সিবিআইয়ের তরফে বলা হয় যে তাঁরা কোনও চালান পায়নি। এমনকী সলিসিটার জেনারেল তুষার মেহতাও জানিয়ে দেন, তিনিও এমন কোনও চালানের নথি পাননি।
এরপর ফের বিস্ময়প্রকাশ করেন প্রধান বিচারপতি! তিনি বলেন, এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হয় না, তাহলে? সেই প্রশ্নের উত্তরে কপিল সিব্বল বলেন, এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই। পাল্টা প্রশ্নে বিচারপতি বলেন, চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? এরপর অবশ্য রাজ্যের তরফে বলা হয়, হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল। সওয়াল-জবাব শেষে আদালতের তরফে জানান হয়, পরের শুনানির দিন চালান আনতে হবে। চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার।
আরও পড়ুন, সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি কবে?
ময়নাতদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন ফিরোজ এডুলজি। নিহত তরুণীর পোশাক কি ময়নাতদন্তকারী চিকিৎসক তদন্তকারী আধিকারিককে পাঠিয়েছিলেন? ২৭ বছরের কর্মজীবনে দেখিনি যে FIR হওয়ার আগেই সার্চ অ্যান্ড সিজার হয়েছে! দেহ থেকে সংগৃহীত নমুনা ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। সেটা না করলে নষ্ট হয়ে যায়, চিকিৎসকরা কি সেটা করেছিলেন?
এছাড়াও ফিরোজ এডুলজি বলেন, 'দেওয়ালের টাইলস এবং বেসিন পাল্টে দেওয়া হয়েছে। এভাবে অপরাধের জায়গা পাল্টে দেওয়া হয়েছে'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে