Durga Puja 2024 : 'মা-কে নিয়ে আসতে ৮৫ হাজার, বিসর্জনের দশ লাখ' অনুদান ফেরাল কলকাতার নামকরা ক্লাব
Mudiali Amra Kajan Durga Puja 2024: রাজ্য় সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। তালিকাটা লম্বা হচ্ছে।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বারাসাতের সরোজিনী পল্লি কল্যাণ সমিতি, কলোনি মোড় অ্যাসোসিয়েশন, কোন্নগর মাস্টার পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি, জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি, নদিয়ার বেথুয়াডহরি টাউন ক্লাব। তালিকাটা লম্বা হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানে অনাগ্রহ প্রকাশ করছে একের পর এক আয়োজক সংগঠন। দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটিও। এবার সেই তালিকায় কলকাতার আরও একটি নামকরা পুজো।
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনা, সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে। প্রতিবাদস্বরূপ রাজ্য় সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। এবার সেই তালিকায় নাম লেখাল গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুজো কমিটি।
গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের তরফে বলা হয়েছে, 'যে ঘটনা ঘটেছে বিচার না পেলে টাকা নেওয়া সম্ভব নয়। আগে তো টাকা দিতেন না তখনও পুজো হত।' কিন্তু যদি সামনের বছরও যদি অনুদান থেকে বাদ পড়ে যান? সে - কথা যে তাঁদের মাথায় আসেনি , এমনটাও নয়। তা সত্ত্বেও উদ্যোক্তারা সাফ বলছেন, সামনের বছর বাদ পড়লে পড়ব।
পুজো উদ্য়োক্তাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ' আমরা দেখলাম, বর্তমান রাজ্য সরকার মা-কে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টাকা দিচ্ছে। কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে দশ লাখ টাকা।' গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের মদন ঘোষও বললেন সেই কথা।
গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের সভাপতি মহম্মদ মোক্তার জানালেন, 'জ্যান্ত দুর্গারা যাতে নিরাপদ থাকে সেই চেষ্টা হোক। অনেক নেতা মন্ত্রীর পুজো আছে তাদের তো টাকা নিতেই হবে। তারা তো না নিয়ে পারবে না।'
রাজ্য় সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে মালদার একটি নাট্যদল। রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের সাহিত্যিক পরিমল দে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।