RG Kar Protest : শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি 'উধাও'!
'উধাও' হয়ে গেল আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকে র প্রতীকী মূর্তি । শনিবার থেকে উধাও হয়ে যায় মূর্তিটি।
কলকাতা : আরজি কর মেডিক্যালে নির্যাতিতার বিচার চেয়ে অনশন প্রত্যাহার করেছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে অন্য একদল জুনিয়র ডাক্তারদের আরেক প্ল্যাটফর্ম । শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সামনে এসেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এদের সামনে থাকা অনেকেই আবার মেডিক্যাল কলেজগুলিতে চলতে থাকা থ্রেট কালচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিলেন গত আড়াই মাস ধরে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এরই মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ব্যাপার।
'উধাও' হয়ে গেল আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি । শ্যামবাজারে SFI, DYFI-এর অবস্থান মঞ্চের কাছে বসানো হয় মূর্তিটি। গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আর তারপর ৩ থেকে ২৫ সেপ্টেম্বর শ্যামবাজার চত্বরে অবস্থান করে SFI-DYFI। অবস্থান শেষ হওয়ার পর মঞ্চ উঠে যাওয়ার পর ফুটপাথে রাখা ছিল মূর্তিটি। রোজ যাতায়াতের পথে অনেকেরই এতদিন চোখে পড়েছে মূর্তিটি। কিন্তু স্থানীয় সূত্রে খবর শনিবার থেকে উধাও হয়ে যায় মূর্তিটি।
DYFI-এর দাবি, রাজনৈতিক অভিসন্ধিতেই সরানো হয়েছে মূর্তিটি। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অভিযোগ দায়ের করা হয়েছে শ্যামপুকুর থানায়। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, 'ওটা আন্দোলনের স্মারক হিসেব ছিল । তারপর সেটা পাওয়া যাচ্ছে না। আমরা অভিযোগ জানিয়েছি। এর থেকে বোঝা যায় সরকার, পুলিশ আর জি কর এবং গোটা রাজ্য়ের বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের আঁচকে ভয় পাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তা আছে বলেই এই ধরনের অপরাধ হচ্ছে। সেটাকে কেউ যদি ছোট অপরাধ বলে মনে করে, তাহলে বুঝে নিতে হবে ১৪ তারিখ রাতের ঘটনা এবং মূর্তি উধাও হওয়ার ঘটনা আছে বলেই আর জি করে চূড়ান্ত অপরাধের ঘটনা ঘটেছে।'
কিন্তু, এতবড় মূর্তি কারা সরিয়ে নিয়ে গেল কারা ? উত্তরের অপেক্ষায় অনেকেই। এটি ছাড়াও মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসানো হয় নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি।
আরও পড়ুন : 'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে