RG Kar : 'অনশন ছাড়া আর উপায় নেই', আন্দোলনকারী ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার প্রতীকী অনশনে বিদীপ্তা, চৈতিরা
১০ দফা দাবি আদায়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। পাশে থাকার বার্তা দিতে ধর্মতলার ধর্নামঞ্চে গেলেন শিল্পীরা।
ঐশী মুখোপাধ্যায়, অতসী মুখোপাধ্যায়, কলকাতা : ১০ দফা দাবিতে অনশনের পক্ষকাল পার। ১৫ দিন ধরে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। এখানে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যালে একজন অনশন করছেন। সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে শনিবার অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন বিনোদন জগতের কুশিলবরা, যাঁরা আর জি কর কাণ্ডের প্রতিবাদের প্রথম দিন থেকেই আন্দোলনের অংশ ছিলেন।
প্রতীকী অনশনে বসলেন শিল্পীরা
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিপূরণ করার দাবি নিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন শিল্পীরা। অনশনকারীদের পাশে থাকার বার্তা দিতে ধর্মতলার ধর্নামঞ্চে গেলেন শিল্পীরা। অনশনকারীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ২৪ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, তনিকা বসু, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, পরিচালক বিরসা দাশগুপ্ত-সহ টালিগঞ্জের স্টুডিও পাড়ার বেশ কয়েকজন পরিচিত মুখ।
শুরু থেকেই ডাক্তারদের আন্দোলনের পাশে আছেন চৈতি ঘোষাল। এদিনও এসে কথা বললেন অনশনরত ডাক্তারদের সঙ্গে। বললেন, আন্দোলনকারীদের দাবি তো বিশেষ কিছু নয়। অভয়ার বিচার ও আর যেন কোনও অভয়ার মতো ঘটনা না ঘটে, তার ব্যবস্থা করা। কিন্তু তার পরও অভয়া হয়েছে। তাহলে অনশন ছাড়া উপায় কি !
দেবলীনা দত্ত বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী নিজেও অনশন করেছেন। ওঁরও নিশ্চয়ই এতদিন অনশন করার পর এমনই অবস্থা হয়েছিল। উনি নিশ্চয়ই কষ্টটা বুঝবেন ।
ন্যয়বিচার যাত্রা
অন্যদিকে, শুক্রবারই নিহত চিকিৎসকের বাড়ির এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত ন্যয়বিচার যাত্রার ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
দুপুর ২টোয় সোদপুর HB টাউন থেকে শুরু হয়ে সোদপুর ট্রাফিক মোড়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডানলপ মোড়, সিঁথির মোড়, শ্যামবাজার মোড়, কলেজ স্কোয়ার হয়ে রাত সাড়ে ৯টা নাগাদ ধর্মতলায় অনশন মঞ্চে শেষ হবে জুনিয়র ডাক্তারদের ডাকা এই ন্যায়বিচার যাত্রা। রবিবার ধর্মতলার অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।
ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের কর্মসূচি
এছাড়া শনিবার ডার্বির আগে ফের আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের কর্মসূচি। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধন হবে।
শুক্রবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয় , সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে এবং সব দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘট হবে। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে ডা. দেবাশিস হালদার বলেন, ' একজন রোগীরও কোনও সমস্যা হলে দায় নিতে হবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে।'
আরও পড়ুন :
কালীপুজোর আগেই ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব? কবে, কোথায় আছড়ে পড়বে 'ডানা'?