RG Kar Protest: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু
West Bengal News Live: সারা রাজ্যে কী ঘটছে? সব খবরের লাইভ আপডেট।
LIVE
Background
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করা হল না? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তা নিয়ে CBI-এর কাছে জবাব চাইলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রশ্ন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একযোগে নিশানা করেছেন সুকান্ত মজুমদার ও অধীর চৌধুরী।
ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর জি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেও প্রছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় থেকে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? কড়া আইনের পক্ষে সওয়াল করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের ফাঁসি চেয়ে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের আইন আনা রাজ্য সরকারের পক্ষে কি সম্ভব? এরইমধ্যে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নবান্ন অভিযানের দিন ডিউটিতে গিয়ে এবার চোখই হারাতে বসেছেন এক পুলিশ অফিসার। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাম চোখে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকরা বলছেন, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্য়ন্ত ক্ষীণ। উন্নত চিকিৎসার জন্য়, এই পুলিশ অফিসারকে হায়দরাবাদের, এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার।
West Bengal News Live Updates: নবান্ন অভিযানে অশান্তির অভিযোগ, গ্রেফতার কাঁকসার বিডিও অফিসের কর্মী
নবান্ন অভিযানে অশান্তির অভিযোগ, গ্রেফতার কাঁকসার বিডিও অফিসের কর্মী। পুলিশকে মারধর, খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। কাঁকসার বিডিও অফিসের কর্মীকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ। ২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্ত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুলিশি হেফাজতের নির্দেশ। গ্রেফতারির পরেই অসুস্থ, ধৃত বিডিও অফিসের কর্মীকে ভর্তি করা হল হাসপাতালে।
WB News Love Updates: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহিলাদের অঙ্গীকার যাত্রা
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহিলাদের অঙ্গীকার যাত্রা। মিছিলে পা মেলালেন প্রায় ৫ হাজার মহিলা।
West Bengal News Live Updates: পুলিশের সমনের পাল্টা এবার পুলিশের বিরুদ্ধেই নালিশ মীনাক্ষীর
পুলিশের সমনের পাল্টা এবার পুলিশের বিরুদ্ধেই নালিশ মীনাক্ষীর। মহিলা পুলিশকর্মী ছাড়াই ধাক্কা, ঘুষি মারার অভিযোগে সিপিকে নালিশ। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর করে পদক্ষেপের দাবি।
WB News Live Updates: সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়
আর জি কর-কাণ্ড নিয়ে এখনও তোলপাড় বঙ্গ রাজনীতি। তার মধ্য়েই, এবার সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। তিনি প্রশ্ন তুলেছেন, তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় যা চোখে দেখা যাচ্ছে, তার বাইরেও কি কিছু রয়েছে? কারা সেই প্রভাবশালী, যাদের মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাঁচাতে চাইছেন? সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে এবার মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ প্রসঙ্গ, হুশিঁয়ারি প্রধানমন্ত্রীকে
আর জি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে এবার মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ। প্রধানমন্ত্রী মোদিকে হুঁশিয়ারি মমতার। 'কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার-উত্তরপ্রদেশও থেমে থাকবে না। দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা টলোমল করে দেব, হুঙ্কার তৃণমূল নেত্রীর।