NIA: 'রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপ', মানব পাচারের তদন্তে নেমে বিস্ফোরক দাবি NIA-র
NIA on Human Trafficking: ৪টি মানব পাচারের মামলায় ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থানসহ ১০টি রাজ্য়ের পাশাপাশি এ রাজ্য়েও উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় হানা দিল ন্য়াশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
আবির দত্ত, সমীরণ পাল ও প্রসেনজিৎ সাহা, কলকাতা: রোহিঙ্গাদের ভারতে (Bharat) ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্য়বহার করা হচ্ছে। আদালতে বিস্ফোরক দাবি NIA-র। মানব পাচারের অভিযোগের তদন্তে নেমে বাংলা সহ দেশের এগারো রাজ্যে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ৩ জায়গায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করল NIA। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার, রেশন বণ্টনে দুর্নীতির পর এবার মানব পাচারের অভিযোগ। ফের রাজ্য়ে তল্লাশি ও গ্রেফতারি আরও এক কেন্দ্রীয় এজেন্সির।
৪টি মানব পাচারের মামলায় ত্রিপুরা (Tripura), অসম (Assan), কর্ণাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu), রাজস্থানসহ (Rajasthan) ১০টি রাজ্য়ের পাশাপাশি এ রাজ্য়েও উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় হানা দিল ন্য়াশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সেই সঙ্গে আদালতে এনআইএ বিস্ফোরক দাবি করল, রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্য়বহার করা হচ্ছে। বুধবার ভোর রাত ৩টে থেকে বারাসাতে সঞ্জীব দেব নামে এক ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালায় এনআইএ (NIA)। সকালে ওই ব্য়বসায়ীকে নিয়ে তাঁর ট্যুর ও ট্রাভেলসের অফিসেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
গাইঘাটার ঠাকুরনগরে একটি বাড়িতেও হানা দেয় এনআইএ। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় একজনকে। পাশাপাশি হাবড়ার বানীপুর হিরাপোলেও একটি বাড়িতে হানা দেন এনআইএর তদন্তকারীরা। সঞ্জীব দেব, বিকাশ সরকার ও রাজু রুদ্র নামে ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে ২০ লক্ষ ভারতীয় টাকা এবং ৪ হাজার ৫৫০ ডলার। গোটা দেশে তল্লাশিতে মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ।
আরও পড়ুন: Kunal Ghosh: শিশির অধিকারীর 'অস্বাভাবিক হারে সম্পত্তি-বৃদ্ধি'! অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি কুণালের