Rudranil Ghosh: তৃণমূলের মদতে গানের কপিরাইটের নাম করে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি ! বিস্ফোরক রুদ্রনীল
Copyright Money Scam : রুদ্রনীল ঘোষের অভিযোগ, ২ বেসরকারি সংস্থার বিরুদ্ধে গানের কপিরাইটের নামে রাজ্যে কোটি কোটি টাকা তুলছে ।
শিবাশিস মৌলিক, কলকাতা : নিয়োগে দুর্নীতি ( Recruitment Scam ) , পোস্টিংয়ে দুর্নীতি ( Jod Posting Scam ) , আবাস সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি অভিযোগে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন সামনে এল আরও এক দুর্নীতির অভিযোগ। এবার ২ বেসরকারি সংস্থার বিরুদ্ধে গানের কপিরাইটের ( Copyright Scam ) নামে রাজ্যে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগে সরব বিজেপির ( BJP ) কালচারাল সেল। তৃণমূলের ( TMC ) মদতেই দুর্নীতির অভিযোগ তুললেন রুদ্রনীল ঘোষ।
'তৃণমূলের মদতে কপিরাইট বোর্ডের নামে তোলা'
তাঁর অভিযোগ, কপিরাইট বোর্ডের নথিভুক্ত নয় এমন দুটি বেসরকারি সংস্থা কপিরাইটের নামে বিভিন্ন অনুষ্ঠান থেকে টাকা তুলছে। বিজেপির কালচারাল সেলের কনভেনর রুদ্রনীল ঘোষের ( Rudranil Ghosh ) অভিযোগ, 'নোভেক্স ও পিপিএল নামে দুটি অনথিভুক্ত সংস্থা তৃণমূলের মদতে কপিরাইট বোর্ডের নামে তোলা তুলছে। কিন্তু আরটিআইয়ে জানা গেছে, এই টাকা বোর্ড পায় না'
কপিরাইটের ব্যাপারে কী বলছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা
সম্প্রতি, কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকায় জানিয়েছে, টিকিট বিক্রি হচ্ছে না এমন কোনও অনুষ্ঠানে গান বাজানো কোনওভাবেই কপিরাইটের আওতায় আসে না। কিন্তু, বিজেপির কালচারাল সেলের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনুষ্ঠানে গান বাজানোর জন্য এই ২টি সংস্থা কপিরাইটের নামে টাকা তুলছে। তাতে ক্ষতি হচ্ছে শিল্পীদের।
রুদ্রনীল আরও বলেন, ' একটা সাধারণ বিয়েবাড়ি, সেখানে ৯২ হাজার টাকা তোলা হয়। শিল্পীকে এনে গান করালে ১লক্ষ টাকা দিতে হবে এদের। শিল্পীদের অনেক জায়গায় গান করানো হচ্ছে না। এতে শিল্পীরা বঞ্চিত হচ্ছে।'
কী প্রতিক্রিয়া তৃণমূলের
এবার এই ২ সংস্থার বিরুদ্ধে কপিরাইট বোর্ড ও ইডির কাছে অভিযোগ জানাতে চলেছে বিজেপির কালচারাল সেল। রুদ্রনীল ঘোষের এই অভিযোগ নিয়ে তৃণমূলের কেউ সরাসরি মন্তব্য করতে চায়নি। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটি কপিরাইট সংক্রান্ত বিষয়, তাই সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানানো উচিত ছিল। অনর্থক তৃণমূলের নাম জুড়ে দেওয়া ভিত্তিহীন। এটি রাজনৈতিক বিষয় নয়। নিয়োগ দুর্নীতি, পোস্টিংয়ে দুর্নীতির পর এই কপিরাইট দুর্নীতির অভিযোগ কতটা নজর কাড়ে, সেটাই দেখার।
আরও পড়ুন :
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial