Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বার্তা, গান বাঁধলেন উত্তর দিনাজপুরের লোকসঙ্গীত শিল্পী
Russia-Ukraine War: ইউক্রেন যুদ্ধের ১৩ দিন। সুমিতে রুশ আক্রমণ জোরদার। আটকে থাকা ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ। পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব ইউক্রেনের।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রাশিয়ার ইউক্রেন আক্রমণ (Russia-Ukraine War) নিয়ে বিশ্ব উত্তাল। বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। এই প্রতিবাদে এবার সামিল হলেন উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জের (Raigunj) প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তরণী মোহন বিশ্বাস। তিনি গান বেঁধেছেন। এই গানের মাধ্যমেই তিনি যুদ্ধ বন্ধ করার বার্তা দিচ্ছেন। শুধু ভারতবর্ষই নয়, গোটা বিশ্বের মানুষের কাছে এই লোকসঙ্গীত শিল্পীর আবেদন, আসুন, সবাই মিলে গানের মাধ্যমে এই যুদ্ধের প্রতিবাদ করে সর্বনাশা যুদ্ধ বন্ধ করি।
একতারার সুরে গ্রামে-গঞ্জে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তা নিয়েই গান করে চলেছেন বর্ষীয়ান এই লোকসঙ্গীত শিল্পী। তাঁর বার্তা, ‘আসুন হাজার হাজার লক্ষ লক্ষ কন্ঠে গাই, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুক গোটা বিশ্ব। প্রতিবাদ জানাক সারা পৃথিবীর মানুষ। তাহলেই চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে।’ এই বার্তা নিয়েই গান বেঁধেছেন রায়গঞ্জের কাশীবাটির বাসিন্দা তরণী মোহন বিশ্বাস।
আরও পড়ুন কোর্স শেষ হতে আর দু’মাস বাকি, ইউক্রেন থেকে সিউড়ি ফিরতে হল ডাক্তারি পড়ুয়াকে
উত্তর দিনাজপুর জেলা তথা বাংলার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তরণী মোহন বিশ্বাস বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বহু ইউক্রেনবাসীর প্রাণ যাওয়ার সঙ্গে আটকে পড়া হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী চরম বিপদে পড়েছেন। ভারতীয় পড়ুয়ার মৃত্যুও ঘটে গিয়েছে রাশিয়ার হামলায়। তাই প্রতিটি ভারতীয় ছাত্রছাত্রীকে নিরাপদে নিজেদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধ বন্ধের আর্জি নিয়ে গান বেঁধেছেন তিনি। তাঁর নিজের লেখা এই গান শিল্পী নিজেই গেয়ে চলেছেন রায়গঞ্জের কাশীবাটির গ্রাম থেকে গ্রামান্তরে। হাতে একতারা আর কন্ঠে তাঁর গান, ‘যুদ্ধ নয়, শান্তি চাই।’
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছে। ঘন ঘন মিসাইলের হানায় বিপর্যস্ত ইউক্রেনের বাসিন্দারা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এমনকী এই বাংলা থেকেও হাজার হাজার ছাত্রছাত্রী ডাক্তারি পড়তে গিয়েছেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে সমূহ বিপদে পড়েছেন এই হাজার হাজার ভারতীয় ডাক্তারী পড়ুয়ারা। কখনও বাঙ্কারের নিচে আশ্রয় নিচ্ছেন, কখনও আবার পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। আবার কেউ তাঁর জীবন বাঁচাতেও পারেনি রাশিয়ার হানায়। বহু কষ্ট করে নিজেদের জীবন বাঁচাতে বারবার দেশের সরকারের কাছে ভিডিও বার্তা পাঠাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলারও বেশ কিছু ছাত্রছাত্রী মেডিক্যাল পড়তে গিয়ে আটকে পড়েছেন ইউক্রেনে। যুদ্ধে সমূহ ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। তাই আর ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তা দিতেই লোকসঙ্গীত রচনা করে তা গেয়ে চলেছেন বহু সম্মানে ভূষিত তরণী মোহন বিশ্বাস।