ED Notice to Saayoni Ghosh: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে ইডির নোটিস, শুক্রবার হাজিরার নির্দেশ
Saayoni Ghosh News: সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি
কলকাতা: ফের একবার দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নোটিস পাঠাল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। এমনকি একটি সম্পত্তি কেনাবেচাতেও তাঁর নাম সামনে আসে। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচাকে সামনে রেখেই সানয়ী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। এবিষয়ে এখনও পর্যন্ত সায়নীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ইডি সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধেবেলাই সায়নী ঘোষকে নোটিস পাঠানো হয়েছে। আগামী শুক্রবার, সকাল ১১টা নাগাদ ইডির দফতরে সায়নী ঘোষকে আসতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানিয়েছেন, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে লাগাতার তাঁর বয়ান নেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিলেন ইডির অফিসারেরা। সেখানেই উঠে এসেছে সায়নী ঘোষের নাম। ইডির তরফে আরও জানানো হয়েছে, কেবল সম্পত্তি কেনাবেচা নয়, তথ্য পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
গত কয়েকমাস ধরে একাধিক সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। সেই বয়ানেও রয়েছে সায়নী ঘোষের নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। তাঁর বয়ানে উঠে এসেছে একটি সম্পত্তির তথ্য। সেটা কেনাবেচা সংক্রান্ত ও বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে টলিউড অভিনেত্রীর। এই সমস্ত তথ্যকে সামনে রেখেই করা হবে জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, কিছুদিন আগে, যুব তৃণমূলের (TMC Youth) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) সম্পর্কে ফেসবুকে (Face Book) কুরুচিকর মন্তব্য করেছিলেন এক বিজেপি প্রার্থী! পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার করা হয়েছিল সেই বিজেপি প্রার্থীকে (BJP)। ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন।
আরও পড়ুন: Kajol: শাহরুখ বোঝে একজন মহিলার পক্ষে কতটা ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর হতে পারে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন