Saayoni Ghosh : 'বছরে আয় সাড়ে ৩ লক্ষ টাকা, অথচ সায়নীর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা, কী করে?' প্রশ্ন ইডির
Saayoni Ghosh Update : আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন ! বলছে ইডি। এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী? উঠছে প্রশ্ন
প্রকাশ সিনহা, কলকাতা : ইডির তলবে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ, জানালেন কুণাল ঘোষ। তিনি জানান, 'পঞ্চায়েত ভোটের প্রচারে বুধবার গলসিতে যাবেন সায়নী, ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী'। তবে সায়নী নিজে এখনও কিছুই জানাননি। আগে জানিয়েছিলেন ৫ জুলাই তিনি প্রয়োজনীয় নথি নিয়ে ইডি দফতরে যাবেন। কিন্তু কুণাল জানালেন, তিনি যাচ্ছেন না।
আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন ! বলছে ইডি
এরই মধ্যে জানা গিয়েছে, ইডি-র নজরে এখন সায়নী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন, তাতে বছরে আয় দেখিয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। অথচ তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। ইডি-র প্রশ্ন, এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী?
রাজনীতিতে যোগ দিয়ে আয় কমে গেছে সায়নীর ?
ইডি-র দাবি, আয়কর দাখিলের তথ্য অনুযায়ী, অভিনেত্রী হিসেবে সায়নী অনেক বেশি টাকা রোজগার করতেন, রাজনীতিতে যোগ দিয়ে আয় কমে গেছে বলে তিনি দেখিয়েছেন। ইডি-র দাবি, ঋণ নেওয়ার কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ২০ লক্ষ টাকা কোথা থেকে এল? ইডি-র দাবি, সায়নী জানিয়েছেন, ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিয়েছেন।
সেই সংক্রান্ত নথিই ৫ জুলাই জমা দিতে বলা হয় সায়নীকে। ইডি-র দাবি, সায়নী ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি অ্যাকাউন্টে নগদ টাকাও জমা পড়েছে। এই টাকা কোথা থেকে এল, তাও জানতে চাওয়ার কথা ছিল সায়নীর কাছে। কিন্তু বুধবার তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। কুণালের প্রশ্ন, 'ইডির দাবি মতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। ভোটের পর এজেন্সি ডাকলেই যাবেন বলে জানিয়েছেন সায়নী। আজ সায়নীকে মৌখিক ভাবে তলব করা হয়েছিল'। ভোটের আগে কেন তৃণমূলের নেতানেত্রীদের ডাকছে এজেন্সি, প্রশ্ন কুণালের
আরও পড়ুন :
ভোরেই গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছেন সায়নী ! নথি নিয়ে যাবেন কি আজ ED-দফতরে ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে। সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন।