Left-Cong Alliance Future : উপনির্বাচনে সাফল্য, পঞ্চায়েত ও লোকসভা ভোটেও কি রাজ্য়ে হাত ধরাধরি বাম-কংগ্রেসের ?
Alliance in Past : ২০২১-এর ভোটে জোট করে লড়েও, স্বাধীনতার পর প্রথমবার, বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম-কংগ্রেস !
সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও ঝিলম করঞ্জাই, সাগরদিঘি : ২০১৬-তে হাত ধরাধরি করে ভোটে লড়লেও, মুখ থুবড়ে পড়তে হয়েছিল বাম-কংগ্রেসকে। তবে, উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকেই জেতালেন সাগরদিঘির (Sagardighi) মানুষ। প্রশ্ন উঠছে, এই সাফল্য়ের ওপর ভর করে, আসন্ন পঞ্চায়েত (Panchayat Vote) ও লোকসভা নির্বাচনেও রাজ্য়ে হাত ধরবে কংগ্রেস ও বামেরা ?
জোট-কথা
২০২১-এর ভোটে জোট করে লড়েও, স্বাধীনতার পর প্রথমবার, বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম-কংগ্রেস ! অবশেষে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের হাত ধরে বিধানসভায় শূন্যের গেরো কাটাল তারা। আর এর সঙ্গে সঙ্গেই, সামনের পঞ্চায়েত ভোট ও সামনের বছর লোকসভার মহারণের আগে, আরও জোরালভাবে উঠে এল বাম-কংগ্রেস জোটের দাবি !
তৃণমূলকে রুখতে ২০১৬-র বিধানসভা ভোটে প্রথমবার জোট করে নির্বাচনে নামে বাম ও কংগ্রেস। কিন্তু সেবার ৭৬-এ থামতে হয় দু-দলকে। তৃণমূল একাই পায় ২১১টি আসন। এরপর ২০১৯-এর লোকসভা ভোটে বাম-কংগ্রেস জোট হয়নি ! দু-পক্ষই আলাদা আলাদাভাবে ভোটে লড়ে ! সিপিএম একটি আসন না পেলেও, মাত্র ২টি আসনে জয়ী হয় কংগ্রেস। ২০২১-এর বিধানসভা ভোটে আসন সমঝোতা করে ভোটে নামে বাম, কংগ্রেস ও ISF-এর সংযুক্ত মোর্চা। কিন্তু এবার ফল হয় আরও শোচনীয় ! ভাঙড়ে ISF-এর নৌশাদ সিদ্দিকি জিতলেও, শূন্য হাতে ফিরতে হয় বাম-কংগ্রেসকে।
তবে বৃহস্পতিবার জোটের হাত ধরেই সেই খরা কাটাল বাম-কংগ্রেস ! সাগরদিঘিতে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বলেন, সিপিএম ১১০ শতাংশ দিয়েছে। প্রচার করেছে।
'২১-এর বিধানসভা ভোটে জোট করে শূন্য ! ২৩-এর উপনির্বাচনে জোট করেই এল জয় ! ফের জোটের দাবি জোরাল হয়ে উঠল ? এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, " বামেদের সঙ্গে আমরা কখনো জোট বিচ্ছিন্ন করিনি তো। ২০১৬ সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএমের মাঝখানে মনে হয়েছিল, জোটের দরকার নেই, তাই তারা সরে গিয়েছিল। আমরা সরিনি। আমি বিমানবাবুকে নির্বাচন শুরুর আগে অনুরোধ করেছিলাম। উনি তাতে সাড়া দিয়ে সমর্থন করেছেন। তাঁকে আমি ধন্যবাদ জানাই। মহম্মদ সেলিম আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। তাঁরা প্রচারে এসেছিলেন। বোন মীনাক্ষী প্রচারে এসেছিলেন। সিপিএমের বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছেন।"
তবে সাম্প্রতিককালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে, সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ঐক্যমঞ্চ গড়ে তৃণমূলকে রুখে দেয় বাম-বিজেপি ! রাজ্য রাজনীতিতে যা সাড়া ফেলে দেয় 'নন্দকুমার মডেল' নামে ! গত মাসে এগরায় নস্করপুর সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারিয়ে দেয় বাম-বিজেপি-কংগ্রেসের প্রগতিশীল সমবায় জোট। সেখানে খাতাই খুলতে পারেনি তৃণমূল !
অতীতে মহারাষ্ট্রে বিজেপিকে রুখতে, NCP ও শিবসেনার সঙ্গে জোট করেছিল কংগ্রেস ! অতীতে এ রাজ্যেও সিপিএমকে রুখতে কংগ্রেস ও বিজেপিকে নিয়ে মহাজোটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ! এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তৃণমূলকে আটকাতে কি জোট বাঁধতে পারে বাম-কংগ্রেস ও বিজেপি ? এখন কাকে রুখতে, কে কার হাত ধরবে, তার উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে!