![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত
Shibu Hazra Arrest Update: প্রভাবশালী তত্ত্ব দেখিয়ে এদিন আদালতে শিবু হাজরার হেফাজতের আবেদন করে পুলিশ।
![Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত Sandeshkhali Chaos Police custody of Shibu Hazra for 8 days Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/d9d77901fc6a5e156c77ad0633e23faf170825033931551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শিবু হাজরার (Shibu Hazra Arrest Update) ৮ দিনের পুলিশ হেফাজত। এদিন আদালতে পুলিশ দাবি করে, 'পালানোর চেষ্টা করছিল শিবু হাজরা, তখন পাকড়াও। শিবু প্রভাবশালী, জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে।'
পুলিশ হেফাজত শিবু হাজরার: গতকাল শিবু ও শেখ শাহজাহানের আরেক শাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সন্দেশখালির (Sandeshkhali Chaos) মহিলারা। এর আগে শিবুর বাগানবাড়ি, ভেড়ির অফিস, মুরগির খামার জ্বালিয়ে দেওয়া হয়। এদিন শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতাকে দেখে ওঠে চোর চোর স্লোগানও।
শিবপ্রসাদ হাজরা, তৃণমূলের ব্লক সভাপতি ও উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য। শেখ শাহজাহানের শাগরেদ। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধেই ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, নিগ্রহ, মারধর-অত্যাচার-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলেও, তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি তৃণমূল।
কী ঘটেছিল গতকাল?
সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়, সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তাঁর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দার বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই, গতকাল বিকেলে প্রথমে পুলিশ সুপার ও রাজ্য পুলিশের DG সাংবাদিক বৈঠক করেন। তারপরই জানা যায়, ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে শিবুকে।
এদিকে সন্দেশখালিতে মানুষের ক্ষোভ সামাল দিতে তৎপর হল প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালির বিভিন্ন জায়গায় খোলা হল ক্যাম্প। রয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। গ্রামবাসীরা না আসায় সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অরুণ সামন্ত নিজেই বাড়ি বাড়ি ঘুরলেন। আশ্বাস দিলেন, ক্যাম্পে যেতে না পারলে অভিযোগ শুনতে প্রশাসনই দরজায় এসে হাজির হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যে তিন নয়া মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)