Sandeshkhali Violence News LIVE: সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, বিশেষ নজর নির্বাচন কমিশনের
Sandeshkhali Chaos Update: নতুন করে ঝামেলা, উত্তেজনার সূত্রপাত সন্দেশখালিতে। এবার কাঠগড়ায় শেখ শাহজাহানের ভাই সিরাজ। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। এই সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পান এক ক্লিকে।

Background
সন্দেশখালিতে (Sandeshkhali Incident) নতুন করে উত্তেজনা (Chaos)। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ। ভেড়ির পাশের ঘরে আগুন। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা।
৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথে নামলেন স্থানীয় মহিলারা।
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের (Reporter Santu Pan) জামিন। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order)। এফআইআর দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড, মন্তব্য হাইকোর্টের।
এবিপি আনন্দর (ABP Ananda) সুমন দে-র (Suman De) বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় এফআইআর, থানায় তলব। পছন্দ না হলেই মামলা, সৎ সাংবাদিকদের ফাঁসানোর চেষ্টা, সাংবাদিক গ্রেফতারি মামলায় সওয়াল মহেশ জেঠমালানির।
ডিজি সন্দেশখালি ছাড়তেই পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম লেখা মাঠ ফিরল স্থানীয়দের কাছে। মাঠে নেমে ফুটবলে কিক বিধায়কের। হল বৃক্ষরোপণ। ফ্যান ক্লাবের নাম মুছল চুনকামে। মাঠ ফেরত ঘিরে বিধায়কের উল্টোসুর স্থানীয়দের।
সন্দেশখালিকাণ্ডের ২ সপ্তাহ পর এলাকায় তৃণমূল বিধায়ক, বিক্ষোভ স্থানীয়দের।
Sandeshkhali News LIVE Updates: সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে সুকান্ত মজুমদার
সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে সুকান্ত মজুমদার
সন্দেশখালি থানার সামনে ধর্না, টেনে হিঁচড়ে তুলল পুলিশ
কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধিদল
'কথা হয়েছে জাতীয় এসসি, মহিলা কমিশনের সুপারিশ নিয়ে' ----
রাজ্যপালের কাছে দরবারের পর দাবি সুকান্ত মজুমদারের
Sandeshkhali News LIVE Updates: বহিরাগত তকমায় অভিমানী সন্দেশখালি, বহিরাগত তত্ত্ব কিছুতেই মানতে নারাজ সেখানকার বাসিন্দারা
বহিরাগত তকমায় অভিমানী সন্দেশখালি। বহিরাগত তত্ত্ব কিছুতেই মানতে নারাজ সেখানকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর আরএসএস মন্তব্য নিয়েও অভিমানের সুর বাসিন্দাদের গলায়। দলের নেতারা তো বটেই, বহিরাগত তত্ত্ব মানতে নারাজ সন্দেশখালির সাধারণ ভোটারও।






















