Sandeshkhali News: সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হল পুলিশের গাড়ি, গ্রেফতার ৯
Police Attacked: এক অফিসার-সহ জখম হয়েছেন তিন পুলিশ কর্মী। হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সমীরণ পাল, সন্দেশখালি : সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে ধরতে গিয়ে ভাঙচুর হল পুলিশের গাড়ি। এক অফিসার-সহ জখম হলেন তিন পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে খবর, বয়ারমারি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মুসা মোল্লা আদালতের নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে নোটিস জারি হয়। কিন্তু সেই নোটিসে সাড়া না দেওয়ায় পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শুক্রবার রাত এগারোটা নাগাদ ন্য়াজাট থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছে পুলিশ। ভাঙচুরে কার ভূমিকা? তা জানতে বয়ারমারি ২ পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সন্দেশখালিতে আক্রান্ত ন্যাজাট থানার পুলিশ। এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত মুসা মোল্লাকে ধরতে গিয়েই আক্রান্ত হয়েছেন ন্যাজাট থানার এক অফিসার-সহ তিন পুলিশকর্মী। অভিযোগ, মুসার অনুগামীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। অভিযুক্তকে গাড়ি থেকেও নামিয়ে নেয় মুসা অনুগামীরা। এর আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার সেই সন্দেশখালিতেই আক্রান্ত রাজ্য পুলিশ।
গতকাল রাত ১১টা নাগাদ হুলোপাড়া এলাকায় মুসা মোল্লার বাড়িতে যায় ন্যাজাট থানার পুলিশ। দীর্ঘদিন ধরে বসিরহাট মহকুমা আদালতের স্থগিতাদেশ মুসা অমান্য করছিলেন বলে অভিযোগ। ন্যাজাট থানার তরফে তাঁকে নোটিসও পাঠানো হয় বারবার। তবে তিনি হাজিরা দেননি। পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে মামলাও রুজু করা হয়। এইসব কারণেই জিজ্ঞাসাবাদের জন্য, তদন্তের জন্য ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি আউট পোস্টের পুলিশকর্মীরা গতকাল রাতে গিয়েছিলেন মুসা মোল্লার বাড়িতে। মুসাকে আটক করে আনার পরিকল্পনা ছিল পুলিশের। এদিকে পুলিশের গাড়িতে উঠতে রাজি হননি মুসা। উল্টে ডেকে নেন নিজের অনুগামীদের। এরপর মুসাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়।
এই পরিস্থিতিতে অভিযুক্ত মুসা মোল্লার অনুগামীরা তিনজন পুলিশকর্মীকে মারধর করে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। রাজবাড়ি আউট পোস্টের অফিসার এলাকায় গেলে, তিনিও আক্রান্ত হন। চরম বিশৃঙ্খল হয়ে ওঠে ওই এলাকার পরিস্থিতি। রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর ফের একবার সন্দেশখালিতেই রাজ্য পুলিশের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অনেকেই বলছেন, ত্রাসের পরিস্থিতি ফিরে এসেছে সেখানে।






















