(Source: ECI/ABP News/ABP Majha)
Saraswati Puja 2022: আজ সরস্বতী পুজো, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর
সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে সামান্য কমবে তাপমাত্রা।
কলকাতা : আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা (Saraswati Puja) ৷ পুজোর আনন্দে সামিল হতে তৈরি ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷
বাণী বন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও (Valantines Day) বটে। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবে তরুণ-তরুণীরা। স্টাইল স্টেটমেন্টে নতুন সংযোজন হবে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক৷
সেই সঙ্গে কেটেছে ভয় , কাটল মন খারাপের মেঘও। সরস্বতী পুজো হচ্ছে বৃষ্টিভয় মুক্তই। জানাল আবহাওয়া দফতর (Weather Office)। সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে সামান্য কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
করোনাকালে প্রায় দুবছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। স্কুল খুলতেই সরস্বতী পুজো। আনন্দ ধরছিল না পড়ুয়াদের। কিন্তু হঠাৎ বৃষ্টি যেন সেই আনন্দে জল ঢেলে দেয় অবশেষে মন খুলে হলুদ সাজে মাততে তৈরি পড়ুয়া মহল। বসন্ত আগমনের নান্দীমুখ ঘটিয়ে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় তরুণ-তরুণীদের৷ আর অঞ্জলির ফাঁকেই সারাদিনের আড্ডা আর ঘোরাঘুরির পরিকল্পনা করে ফেলা৷
সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। মুখ্যমন্ত্রী লিখেছেন, বিদ্যাদেবী সরস্বতী...শিক্ষা দাও,দাও সংস্কৃতি...মন ভরে দিও আলো...বসন্তের দীপ জ্বালো...বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন। বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর জন্য ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, সরস্বতী বন্দনার দিন বাজারে আগুন। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। টোপা কুল দেড়শো, নারকেল কুল ২০০, আপেল, পেয়ারা দেড়শো, বেদানা ২০০, শসা ও শাঁকালু ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোটা সেদ্ধর সবজির জন্য ছোট বেগুন ৮০, রাঙা আলু ৮০, সাদা সিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়। ৩০০-৪০০ টাকা কেজি সজনে ফুল। সরস্বতী পুজোয় দাম বেড়েছে ফুলের বাজারেও।