Bangladesh News: 'জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করুন', বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari: বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুঠপাঠ চালায় দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।
হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অ্যাকশন চেয়ে মৌলবাদীদের তাণ্ডব! হিন্দুদের উপর লাগাতার হামলা, মন্দির ভাঙচুর, লুঠপাঠ, সেনা-পুলিশ দর্শক! জলপাইগুড়ির লাগোয়া বাংলাদেশের নীলফামারিতে কট্টরপন্থীদের দাপাদাপি! বেছে বেছে হিন্দুদের উপর হামলা, একের পর এক বাড়িতে আগুন! ঠাকুরগাঁওয়ে সন্ন্যাসীর মুক্তি চাওয়াতেও হিন্দুদের উপর হামলা! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা! কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের তাণ্ডব, দর্শক পুলিশ-সেনা! একদিকে হিন্দুদের উপর জামাতের হামলা, আরেকদিকে পুলিশের মামলা! সুনামগঞ্জের রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদী, হিন্দু-বিরোধী স্লোগান!