এক্সপ্লোর
Advertisement
Saraswati Puja : সরস্বতী পুজোয় তুঙ্গে বাজারদর, গোটাসিদ্ধর বাজার করতে হাতে ছ্যাঁকা
Price Hike In Vegetable & Fruits Market : রবিবার শীতল ষষ্ঠী, এই দিন বাঙালিদের ঘরে ঘরে হয় গোটা সিদ্ধ রাঁধার উৎসব।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর (Saraswati Puja) আরাধনা৷ করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷
রবিবার শীতল ষষ্ঠী, এই দিন বাঙালিদের ঘরে ঘরে হয় গোটা সিদ্ধ রাঁধার উৎসব। নানা সবজি লাগে এই বিশেষ উপকরণে। তাই বাণীবন্দনার দিন বাজারে আগুন। শাকসব্জি, ফলমূল থেকে ফুলের মালা, সবকিছুরই আকাশছোঁয়া দাম। বাজার করতে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। এক নজরে দেখে নিই কীসের কেমন দাম (কেজি প্রতি)।
- টোপা কুল ১৫০ টাকা
- নারকেল কুল ২০০ টাকা
- আপেল, পেয়ারা ১৫০টাকা
- , বেদানা ২০০ টাকা
- শসা ও শাঁকালু ৪০-৬০ টাকা
গোটা সেদ্ধর সবজির জন্য - ছোট বেগুন ৮০ টাকা
- রাঙা আলু ৮০ টাকা
- সাদা সিম ১০০ টাকা
- ৩০০-৪০০ টাকা
সরস্বতী পুজোয় দাম বেড়েছে ফুলের বাজারেও। বাণী বন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীরা। স্টাইল স্টেটমেন্টে জুড়ে গেছে ম্যাচিং মাস্ক৷ সবমিলিয়ে শনিবাসরীয় সকালে বাংলায় উৎসবের আমেজ তুঙ্গে।
অন্যদিকে সরস্বতী পুজোয় সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। গোটা দক্ষিণবঙ্গেই আজ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভবনা। তবে উত্তরবঙ্গে এদিনও বৃষ্টি হবে। এদিকে, গতকালের তুলনায় একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাগদেবীর আরাধনায় ফলে আর মন খারাপের মেঘ নেই। চুটিয়ে আনন্দ উপভোগ করতে তৈরি খুদেরা। সেই সঙ্গে দামবৃদ্ধির মধ্যেই ব্যাগ ভরে বাজার করছে মধ্যবিত্ত। রাত পোহালেই গোটাসিদ্ধর আনন্দ নিতে হবে যে !
আরও পড়ুন :আজ সরস্বতী পুজো, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement