Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় ফোনে কার সঙ্গে কথা ? ভাগ্নীকে কাঠের বাটাম দিয়ে মার ! আর প্রাণ ফিরল না নবম শ্রেণীর ছাত্রীর..
North Dinajpur Student killed In Saraswati Puja 2025: ফোনে কথা বলার 'অপরাধে' ভাগ্নীকে 'শাস্তি', সরস্বতী পুজোয় মামাবাড়িতে গিয়ে মৃত্যু বছর ১৫-র নাবালিকার

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: মেয়েদের নিয়ে বাপের বাড়ি যাওয়াই কাল হল মা দীপা বর্মন চৌধুরীর। অকালে ১৫ বছরের ফুটফুটে মেয়েটিকে বেঘোরে প্রাণ দিতে হ'ল। কাঠের বাটাম দিয়ে ভাগনির মাথায় আঘাত করায় আর প্রাণ ফিরল না একরত্তি মেয়েটির। হতভাগিনী তরুণীর নাম বাণী চৌধুরী (১৫)।
মোবাইল ফোনে কথা বলার ‘অপরাধে’ ভাগ্নীকে কাঠের বাটাম দিয়ে মার
মোবাইল ফোনে কথা বলার ‘অপরাধে’ ভাগ্নীকে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন মামা নিরঞ্জন বর্মন। আর সেই মারের চোটেই মৃত্যু হল ভাগ্নি বাণী চৌধুরীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ধনকৈল এলাকায়। অভিযুক্ত মামা নিরঞ্জনকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।নিহত নাবালিকার নাম বাণী চৌধুরী, সে কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। সরস্বতী পুজো উপলক্ষে বাণীর মা দীপা চৌধুরী তার দুই মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। দাদুর বাড়িতে পৌঁছে বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছিলেন বাণী। সেইসময় তার মামা নিরঞ্জন বর্মন তার কাছে জানতে চায়, সে কার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছে। সদুত্তর না পেয়ে চেলা কাঠ দিয়ে বাণীর মারতে শুরু করে থাকে মামা নিরঞ্জন। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে ওই ১৫ বছরের নাবালিকা।
লঘু পাপে, গুরুদণ্ড
পুজোর দিনে নিজের বাপেরবাড়িতে গিয়ে, সন্তানকে হারাবেন, একল্পনারও অতীত। কিন্তু লঘু পাপে, এমন গুরুদণ্ড যে সারাজীবনের আলো নিভিয়ে দেবে তা কে জানত। অতীতে, এমন ঘটনা যে আগে কখনও ঘটেনি, তা কিন্তু নয়। ছাত্রকে চড় মারতে গিয়ে, ভুল করে স্পর্ষকাতর এমন জায়গায় আঘাত পড়েছে, সেই ছাত্রের প্রাণ আর ফেরেনি। 'মেরে মানুষ করা'র সেসব দিন এখন অতীত। বরং এখন কোনটা বলতে গিয়ে, কী মনে দাগ কাটবে, তাই বুঝে কথা বলার বিষয়ে সতর্ক সকলেই।যদিও এমন ঘটনা কখনই কাম্য নয়। আজীবন মাকে, তাঁর সন্তান হারানোর যন্ত্রণা বহন করতে হবে। যদিও পুলিশি জেরায়, নতুন কোনও তথ্য উঠে আসবে কিনা, তা এখনই বোঝা সম্ভব নয়। তবে প্রকৃতই ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মেয়েটির, তা ময়নাতদন্ত হলেই কেবল বোঝা সম্ভব হবে।






















