School Service Commission: ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া
SSC Recruitment: উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। এসএসসি-র তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে।
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু: এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর। দীর্ঘদিন ধরে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। এমনকী একটা মেধাতালিকা তৈরি হয়েও সেটা বাতিল হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নিয়োগ গতি পেলেও এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আদালতে হলফনামা দিয়ে জানিয়েছি, ১৫৮৫ প্রার্থীকে ইন্টারভিউয়ের বসার সুযোগ দিচ্ছি। তাঁদের তালিকাও আদালতে পেশ করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকের নোটিস। সেই নোটিসেই ইন্টারভিউয়ের দিনক্ষণ জানা যাবে। পাশাপাশি কল লেটার ডাউনলোড করা যাবে। প্রার্থীরা ন্যূনতম ৭দিন সময় পাবেন। তাই ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ।''
প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ: প্রাথমিক নিয়োগের (West Bengal Board Of Primary Education) বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার মামলা করলেন ১০ জন চাকরিপ্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রার্থীরাও, নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। বিএড ডিগ্রিধারীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন না। দাবি মামলাকারীদের। পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। মন্তব্য বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর। আগামী সোমবার এই মামলার শুনানি। গত ২৯ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে ডিএলএড-এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এখানেই সমস্যার সূত্রপাত। মামলাকারীরা বলছেন, নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী বি এড যোগ্যতাসম্পন্ন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তাতে অংশ নিতে পারেন না। সেই কারণেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির সংশোধন চেয়ে এই মামলা করেছেন মামলাকারীরা।
আরও পড়ুন: Bowbazar Metro Disaster : ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক, আর্থিক সাহায্য ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের