Mamata Banerjee on School Close: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ভাবনা, শিক্ষাসচিবকে পর্যালোচনার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee on School Close: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ভাবনা। ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দক্ষিণ ২৪ পরগনা: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের (School Close) ভাবনা রাজ্যে (West Bengal)। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Chief Minister Mamata Banerjee)। এদিন শিক্ষাসচিবকে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এদিকে রাজ্যের করোনার গ্রাফ (Corona) নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এদিন গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে শিক্ষা সচিবকে তিনি বলেন, “সারা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুতরাং এই সময়টা স্কুল কলেজ খোলা রাখা থাকবে কি না, তা দেখতে হবে। দেখতে হবে যাতে কোভিড বিধি মানতে হয়।’’ সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন (Containment Zone)। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’
এদিকে করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা। রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।