AC Local Train: স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে প্রথম এসি লোকাল ট্রেন, কবে হবে উদ্বোধন?
Eastern Railway: মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: স্বাধীনতা দিবসের আগেই বাংলায় ছুটবে প্রথম এসি লোকাল। আগামী রবিবার হবে প্রথম এসি লোকালের উদ্বোধন হবে। শিয়ালদা থেকে রানাঘাট, শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন।
মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা। কলকাতাই আগেই চলে এসেছে এসি লোকাল ট্রেন। সিদ্ধান্ত হয়েছিল সেটা শিয়ালদা থেকে রানাঘাট এবং কৃষ্ণনগর লোকাল হিসেবে চলবে। প্রাথমিকভাবে কিছু কাজ চলেছে। তারপর ট্রায়াল রান হয়েছে এই ট্রেনটার। আগামী রোববার সেটার উদ্বোধন হবে। শিয়ালদা স্টেশনেই উদ্বোধনের অনুষ্ঠান করা হবে। রাজ্যের দুই সাংসদ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্ভবত সুকান্ত মজুমদার থাকবেন। রেলমন্ত্রী ভার্চুয়ালি থাকবেন কিনা সেটা দেখা হচ্ছে। আপাতত একটি লাইনে চালিয়ে দেখা হবে সাধারণ মানুষ কতটা উৎসাহ পাচ্ছেন এবং অপারেশনের দিক থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে। অন্যান্য রুটেও এসি লোকাল ট্রেন চালানো হবে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। পূর্ব রেল সূত্রে খবর, রবিবার উদ্বোধনের পর সোমবার থেকেই চালু হবে পরিষেবা।
গত জুন মাসে পূর্ব রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্য়ক্টরিতে বানানো হয়েছে ১২ বগির রেকটি। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্য়ানাউন্সমেন্ট সিস্টেম, টকব্য়াকের ব্য়বস্থা। মেট্রোর মতোই শুধুমাত্র স্টেশন এলেই খুলবে ট্রেনের দরজা। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝোঁকার সুযোগ থাকবে। অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই এসি ট্রেনের ভাড়া বেশি। পূর্ব রেল সূত্রে দাবি, শিয়ালদা থেকে দমদম পর্যন্ত AC লোকাল ট্রেনের ভাড়া হবে ২৯ টাকা। শিয়ালদা থেকে ব্য়ারাকপুর পর্যন্ত ভাড়া হবে ৫৬ টাকা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া ১৩২ টাকা। রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেন শুরু হলে প্রতিদিনকার টিকিট, সাপ্তাহিক টিকিট, ১৫ দিনের টিকিট, মান্থলি টিকিট কাটা যাবে।
কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ-ডাউন দু'দিকের প্ল্যাটফর্মই বসে গেছে। পরপর পিলারে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের ১৫ বছরের মধ্য়ে এই বিপর্যয় ঘিরে দায় ঠেলাঠেলি চলছে। এই প্রেক্ষিতেই মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে ত্রুটি নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি রক্ষণাবেক্ষণের অভাব ছিল? সূত্রের খবর,বমাস খানেক আগে রাইটসের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতেও ত্রুটি ধরা পড়েছিল।বপুজোর পর রক্ষণাবেক্ষণ কাজ শুরুর কথা ছিল। তার আগেই এই বিপর্যয়।অন্যদিকে, টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত অধিকাংশ মেট্রোর পিলার নিয়েও রিপোর্টে উদ্বেগজনক তথ্য় উঠে এসেছে বলে সূত্রের খবর। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের জেরে আপাতত যাত্রী পরিষেবা চলছে শহিদ ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত। মেট্রো রেলকে কবি সুভাষ স্টেশনে নিয়ে ক্রশওভার করানো হচ্ছে। গোটা ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রেল বোর্ড।






















