SFI On Student Union Election: ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, হুঙ্কার দিল SFI
Kolkata News: যাদবপুরকাণ্ডে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এরইমধ্যে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর কলেজে ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে।

কলকাতা: যাদবপুরকাণ্ডে বাড়ল উত্তাপ। কেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট হচ্ছে না? শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ধরে আক্রমণ SFI-এর রাজ্য সম্পাদকের। একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন 'এবার চালিয়ে খেলা হবে।'
বিধানসভা, লোকসভার পর ছাত্রভোটেও খেলার চ্য়ালেঞ্জ? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পছন্দের স্লোগানকে হাতিয়ার করেই তৃণমূলকে নিশানা করল সিপিএমের ছাত্র সংগঠন। যাদবপুরকাণ্ডে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এরইমধ্যে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর কলেজে ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। যা নিয়ে এবার সরব সিপিএমের ছাত্র সংগঠন। তৃণমূলের খেলা হবে-এর পাল্টা এবার তাদের মুখে চালিয়ে খেলা হবে-র হুঙ্কার। এদিন SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "২০১৩ ও ১৪ সালে অনেক বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে শেষ বার নির্বাচন হয়েছিল। ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয় চলছে অস্থায়ী উপাচার্য দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও অস্থায়ী উপাচার্য দিয়ে চলছে। ছাত্র সংসদের নির্বাচনের কথা এলেই আইনশৃঙ্খলার কথা উঠে আসে। তৃণমূলের মনোভাব বোঝা যাচ্ছে। বোমা বাঁধার যোগ্যতার নিরিখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যাম্পাসে ক্যাম্পাসের তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট। দিনের পর দিন কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ক্যাম্পাসের মাটিতে পড়ে থেকে ক্রিমিনালরাজ বন্ধ করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে।
যাদবপুরকাণ্ডে একদিকে যেমন রাজনীতি তেতে উঠেছে, তেমনই এই ঘটনাকে কেন্দ্র করে, ফের একবার সামনে এসেছে কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ৮ বছর হয়ে গেল, রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৫ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার, ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে আনার পাশাপাশি, তৃণমূলকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছে এসএফআই। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, "আমার কথা হচ্ছে, প্রথমে সিঙ্গল নেওয়ার চেষ্টা করুন। ক্রিজে টিকে থেকে অন্তত সিঙ্গলটা নিন। সিঙ্গল নিয়ে ক্রিজে টিকতে পারলে, তবে তো চালিয়ে খেলবেন। আর আমার SFI-এর বন্ধুদের জন্য় চারটে লাইন বলি, না তুমি বিরাট, না তুমি মেসি, ফাঁকা কলসির আওয়াজ বেশি, হয়ো না বন্ধু মনোক্ষুণ্ণ, তোমার কপালে এবারও শূন্য়।''
আরও পড়ুন: Weather Update: বসন্তেই তীব্র দহনজ্বালা, কাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
