Siliguri News: নর্দমা পরিষ্কার করতে গিয়ে হতবাক সাফাইকর্মী, মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের বেআইনি অস্ত্র উদ্ধার! কলকাতা, কাশীপুর, ডানকুনি, শাসন, নরেন্দ্রপুরের পর এবার শিলিগুড়ি পুরসভার মেয়রের পাড়াতেই উদ্ধার হল আগ্নেয়াস্ত্র!
সনৎ ঝা ও বাচ্চু দাস, দার্জিলিং: সাতসকালে শিলিগুড়িতে (Siliguri) মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। নর্দমা পরিষ্কার করতে গিয়ে নর্দমায় একটি ওয়ান শটার পড়ে থাকতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর মিলি সাহা। যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার অদূরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি। এভাবে শহরে আগ্নেয়াস্ত্র (Fire Arms) উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ওই এলাকায় আগ্নেয়াস্ত্রটি (Fire Arms) এল? তদন্ত করে দেখেছে শিলিগুড়ি থানা (Siliguri Police Station)।
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ (North Bengal)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের বেআইনি অস্ত্র উদ্ধার! কলকাতা, কাশীপুর, ডানকুনি, শাসন, নরেন্দ্রপুরের পর এবার শিলিগুড়ি পুরসভার মেয়রের পাড়াতেই উদ্ধার হল আগ্নেয়াস্ত্র! স্থানীয় সূত্রে দাবি, শিলিগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে আবর্জনা সাফাইয়ের কাজ চলছিল। এই ওয়ার্ডেই তৃণমূল নেতা ও মেয়র গৌতম দেবের বাড়ি।
মেয়রের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি নর্দমার মধ্যে ওই আগ্নেয়াস্ত্রটি দেখতে পান পুরসভার এক সাফাইকর্মী। শিলিগুড়ি পুরসভার সাফাইকর্মী কার্তিক দাসের কথায়, আমি নর্দমা পরিষ্কার করছিলাম। দেশি ওয়ান শাটার পাইপ গান পড়ে আছে। তখন আমি কাউন্সিলরের অফিসের খবর দিই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
শিলিগুড়ি পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর মিলি সিন্হা বলছেন, এই ওয়ার্ডে এত বহিরাগত চলে আসছে যে নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশের দেখা উচিত, কে আসছে এখানে? শিলিগুড়ির মেয়রের পাড়াতেই বেআইন অস্ত্র উদ্ধার! কী উদ্দেশ্যে নর্দমায় আবর্জনায় লুকনো ছিল আগ্নেয়াস্ত্র? শিলিগুড়িক তৃণমূল নেতা ও পুরসভার মেয়র বলছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা শুনেছি। এখানে কীভাবে অস্ত্র এল তদন্ত করতে পুলিশকে বলেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানা। আর কোথাও অস্ত্র লুকনো রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার: গত ১৩ নভেম্বর পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার হয়। কাশীপুর থানা এলাকার উত্তর স্বরূপনগর এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। আশিক আজম গাজি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে উত্তর স্বরূপ নগর এলাকায় হানা দেয় কাশীপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য ওই অস্ত্র ব্যবসায়ী এলাকায় এসেছিল বলে পুলিশের দাবি।কোথায় অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। দিন পনেরো আগে, ২৯ অক্টোবর, কাশীপুরে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি।