Siliguri News: দুপাশে গভীর জঙ্গল, বেঙ্গল সাফারির গা বেয়ে গিয়েছে পথ, যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্যাঙ্কারের, ভয়াবহ দুর্ঘটনা সেবকের কাছে !
Siliguri Sevoke Tragic Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা সেবকের কাছে ! আহত বহু, নেওয়া হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে, চালকের অবস্থা আশঙ্কাজনক..

সনৎ ঝা, দার্জিলিং: ভয়াবহ দুর্ঘটনা সেবকের কাছে। যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ তেলের ট্যাঙ্কারের। বাস উল্টে গিয়ে আহত ২০ জনের মতন। ড্রাইভার সহ এক যাত্রীকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। চালকের অবস্থা আশঙ্কাজনক।
দুপাশে গভীর জঙ্গল, বেঙ্গল সাফারির গা বেয়ে গিয়েছে পথ। উল্টোদিকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। স্বাভাবিকভাবেই এই রাস্তায় গতি নিয়ন্ত্রণের নির্দেশ জারি রয়েছে। যাতে কোনওভাবেই বন্যপ্রাণী ক্ষতিগ্রস্থ না হয়। তাই সেই নিয়ম মেনে স্বাভাবিকভাবেই ধীরগতিতে চলার কথা ছিল গাড়িগুলির। কিন্তু তা হয়নি বলেই অভিযোগ। এই দুর্ঘটনার পরেই কিছুটা সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও শেষ অবধি পাওয়া খবরে, এখন ওই রাস্তায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকার জোটিয়াকালীতে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক মহিলা।তার বাড়ি প্রধান নগর থানা এলাকার চম্পাশাড়িতে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে ঐ মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিল। উত্তেজিত জনতা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করেছিল। বন্ধ হয়ে গিয়েছিল সড়ক যোগাযোগ। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের, এর পর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা অভিযোগ তুলেছিল, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ী সহ জটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঐ মহিলা ফুলবাড়ী জোটিয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোমএ এক রোগীকে দেখতে যাচ্ছিলেন। এমন সময় ১৪ চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ঐ মহিলার। দুর্ঘটনায় মৃত্যু হওয়া সেই মহিলার নাম করুণা শর্মা। বাড়ি প্রধান নগর চম্পাসারী এলাকায়।ঐ মহিলার সাথে থাকা স্কুটি টি উদ্ধার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এবং ঘাতক গাড়িটীকে আটক করে তদন্ত শুরু করে তদন্ত শুরু করে পুলিশ।






















