Siliguri Water Crisis: মিলছে না পানীয় জল, প্রবল গরমে তীব্র সঙ্কট শিলিগুড়িতে
Siliguri News: পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডেই জল আসছে না। পানীয় জলটুকুও জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri Water Crisis) ফের তীব্র জলসঙ্কট। ৩দিন ধরে ৩০টি ওয়ার্ডেই মিলছে না পানীয় জল। চরম দুর্ভোগে পুর এলাকার বাসিন্দারা। পুরসভার দাবি, তিস্তার ঘোলা জল শোধনে সমস্যা। সেই কারণেই বিপত্তি।
শিলিগুড়িতে জলসঙ্কট: ৩দিন ধরে প্রবল জল সঙ্কটে ভুগছে শিলিগুড়ি পুরসভার বেশিরভাগ ওয়ার্ড। সিকিমে অতি বৃষ্টির কারণে তিস্তায় ঘোলা জল আসছে, সেই জল শোধনে সমস্যা হচ্ছে বলে দাবি পুরসভার। সেই কারণেই জল সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডেই জল আসছে না। পানীয় জলটুকুও জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছে বাম ও বিজেপি। দ্রুত সমস্যার সমাধান না হলে পুরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। অতীতে শিলিগুড়ির বহু মানুষ কুয়োর জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করতেন। এখনও যাঁদের বাড়িতে কুয়ো আছে সেই জল ব্যবহার করছেন তাঁরা। বাইরে থেকে দামি পানীয় জল কিনে খেতে বাধ্য হচ্ছেন বাকিরা। দৈনন্দিন অন্য কোনও কাজের জন্য একেবারেই জল মিলছে না।






















