Singur Clash: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সিঙ্গুরে সম্মুখসমরে তৃণমূল-সিপিএম, বাম সমর্থিত নির্দল প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ
TMC-CPIM Clash: সিপিএমের সঙ্গে তৃণমূল কর্মীদের সংর্ঘষের জেরে মাথা ফাটল বাম সমর্থিত একজন নির্দল প্রার্থীর। রবিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচনে।
সোমনাথ মিত্র, সিঙ্গুর: সমবায় সমিতির নির্বাচনেও (Co-operative Election) বুথ জ্যাম করে ছাপ্পা ভোট (False voting) দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। সিঙ্গুরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে সিপিএম (CPI(M)) তথা বাম শিবিরের নেতা-কর্মীদের বচসা থেকে শুরু করে মারামারিও হয় (Singur Clash)। গণ্ডগোলের সময় একজন বাম সমর্থিত নির্দল প্রার্থীকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার নির্বাচন হচ্ছিল সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। ৪৫টি আসনে প্রতিনিধির জন্য তিনটি জায়গায় ভোটগ্রহণ চলছিল। সকালে মোল্লা সিমলা হাই মাদ্রাসায় নির্বাচন চলার সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন বাম সমর্থিত প্রার্থীরা। পরে আরও একটি ভোটগ্রহণ কেন্দ্রে বহিরাগতদের নিয়ে এসে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে পুলিশকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন বাম শিবিরের কর্মী-সমর্থকরা।
এই সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতিও বেঁধে যায়। গণ্ডগোলের সময় বাম সমর্থিত একজন নির্দল প্রার্থীকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। পরে আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।
যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। তাদের কথায়, বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দেওয়ার কোনও ঘটনাই ঘটেনি। শান্তিপূর্ণভাবেই সব জায়গায় নির্বাচন হয়েছে। এদিকে গণ্ডগোলের খবর পেয়ে প্রচুর পুলিশ কর্মী তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে ফলাফল প্রকাশ পেতে দেখা যায় ওই সমবায় সমিতিতে থাকা ৪৫টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এর ফলে ৩৫ বছর পর এই সমবায় সমিতি হাতছাড়া হল সিপিএমের।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামেও। হরিপুরের প্রিয়ানগরী সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পরেই গণ্ডগোল শুরু হয় বলে খবর পাওয়া গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly Woman Death:ক্যাব বাইকে দুর্ঘটনা নিউ টাউনে, প্রাণ গেল চুঁচুড়ার তরুণীর