Singur News: 'শ্মশানের জন্য চিহ্নিত জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা', অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের
অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। সরকারি প্রকল্পের জন্য জমি জরিপ, দাবি পঞ্চায়েত সমিতির।
সিঙ্গুর: জমি জরিপ ঘিরে উত্তেজনা সিঙ্গুরে (Singur)। সরকারি আধিকারিকদের জমি জরিপের কাজে বাধা গ্রামবাসীদের। 'শ্মশানের জন্য চিহ্নিত জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা'। অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের । সরকারি প্রকল্পের জন্য জমি জরিপ, দাবি পঞ্চায়েত সমিতির। গ্রামবাসীদের বাধার মুখে জরিপের কাজ অর্ধসমাপ্ত রেখেই ফিরলেন সরকারি আধিকারিকরা ।
একাধিক জায়গায় অশান্তি: পঞ্চায়েত ভোটের আগে ফের বাসন্তীতে (Basanti) তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল । তাঁর বিরুদ্ধে থানায় নালিশ জানানোয়, যুব তৃণমূল (TMC) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল (tmc) নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া এলাকার ঘটনা। হাসপাতালে ভর্তি যুব তৃণমূল কর্মী মিজানুর মোল্লা । এর আগে গত ৯ ফেব্রুয়ারি, তৃণমূলের ঘরোয়া কোন্দলে উত্তর ভাঙনখালি মোল্লাপাড়ায় ICDS সেন্টারে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা মোজাম্মেল সর্দারের বিরুদ্ধে। আক্রান্ত যুব তৃণমূল কর্মীর অভিযোগ, গতকাল সেই ঘটনার ছবি নিয়ে থানায় যাওয়ার পথে, তাঁর ওপর হামলা চালানো হয় । হামলা-যোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা ।
প্রায় ১ মাসে ৭ বার ! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাসন্তী । কখনও তৃণমূল বনাম তৃণমূল । কখনও যুব বনাম তৃণমূল । এবার, বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া এলাকায় যুব তৃণমূল কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । কিন্তু কী নিয়ে অশান্তি ? গত ৯ ফেব্রুয়ারি, তৃণমূলের ঘরোয়া কোন্দলে উত্তর ভাঙনখালি মোল্লাপাড়ায় একটি ICDS সেন্টারে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, হামলা চালায়, স্থানীয় অঞ্চল সভাপতি মোজাম্মেল সর্দার ।
এ নিয়ে থানায় অভিযোগ জানান স্থানীয় যুব তৃণমূল কর্মী মিজানুর মোল্লা । আক্রান্ত যুব তৃণমূল কর্মীর (TMC Worker) অভিযোগ, রবিবার রাতে, ICDS- এ ভাঙচুরের ছবি নিয়ে থানায় যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয় । অভিযোগ, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা মোজাম্মেল সর্দার ও তাঁর অনুগামীরা ।
তৃণমূল পরিচালিত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য়রা । রবিবারের ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্ত যুব তৃণমূলকর্মীর পরিবার ।
আরও পড়ুন: Kolkata Police: 'পরীক্ষা দিতে চাই', কলকাতা পুলিশের সহায়তায় ১০ মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল ছাত্র