News Live Updates: কাল থেকে বাংলায় শুরু SIR, জানাল নির্বাচন কমিশন
News Live: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। সুপ্রিম কোর্টে কেন্দ্রের আর্জি খারিজ। প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।
আজই বাংলায় এসআইআর ঘোষণা। তার আগেই প্রশাসনের আধিকারিক স্তরে বড়সড় রদবদল। মোট ৬৪ জন IAS-এর বদলি। বদলি ১০ জেলার জেলাশাসকও।
রুটিন বদলি, জানাল নবান্ন। ৫ জন WBCS আধিকারিককে পাঠানো হল অন্যত্র। বদলি করা হল কয়েকজন ADM ও SDO-কেও। ভোটের দিকে তাকিয়ে বদলি, মনে করছেন আধিকারিকরা।
বাঁকুড়া ১ নম্বর ব্লকে কয়েকশ ভূতুড়ে ভোটার, গ্রামে গ্রামে গিয়ে অভিযোগ বিজেপি বিধায়কের। কমিশনের কাজ উনি করতে চেয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন, পাল্টা তৃণমূল।
২০০২-এর ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই, সেই পরিবারের লোকই BLO !নদীয়ার কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য। BDO-কে বললেও কিছু করেননি, দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের।
ভাঙড়ে ফের তৃণমূল-ISF দ্বন্দ্ব। রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে ঘিরে উত্তেজনা। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার।
সমুদ্রে ঘূর্ণিঝড়ে পরিণত মান্থা। ধেয়ে আসছে উপকূলের দিকে। শক্তি বাড়িয়ে অন্ধ্রের কাঁকিনাড়া উপকূলে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কাল রাতে।
আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। বাড়বে কাল থেকে, চলবে শুক্রবার পর্যন্ত। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
এবার দিল্লিতে পড়ুয়ার উপর অ্যাসিড হামলা। অশোক নগর এলাকায় কলেজ যাওয়ার সময় আক্রান্ত ছাত্রী, অ্যাসিডে ঝলসে গেল দু'হাত। অভিযুক্ত ৩।
৫ বছর পর ভারত-চিনের সরাসরি উড়ান শুরু। রাতে কলকাতা বিমানবন্দর থেকে ১৭৬ জন যাত্রীকে নিয়ে চিনের গুয়াংঝৌ গেল বিমান। উড়ান শুরুর আগে হল অনুষ্ঠান।
চোটের অবস্থা গুরুতর, ICU-তে ভর্তি শ্রেয়স আইয়ার। পাঁজরে চোট থেকে রক্তক্ষরণ ভারতের একদিনের ক্রিকেট টিমের সহ-অধিনায়কের। থাকতে হতে পারে এক সপ্তাহ।
News Live: SIR-ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠক, কাল CEO দফতরে সর্বদলীয় বৈঠক
SIR-ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠক। কাল CEO দফতরে সর্বদলীয় বৈঠক। স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক।
News Live Updates: ওয়ার্ডের ভিতরেই রোগিণীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ওয়ার্ড বয়
ওয়ার্ডের ভিতরেই রোগিণীর মেয়েকে শ্লীলতাহানি, গ্রেফতার ওয়ার্ড বয়। এসএসকেএম, উলুবেড়িয়া, পাঁশকুড়ার পরে এবার বর্ধমান মেডিক্যাল। ওয়ার্ডেই আলো নিভিয়ে রোগিণীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ। চিৎকার করলে তরুণীর মুখ চেপে ধরে মারধরেরও অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ রোগিণীর মেয়ের, গ্রেফতার ওয়ার্ড বয় বিশ্বজিৎ দে।






















