West Bengal SIR Voter List : একটু পরেই SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন আপনার নাম আছে কি না
West Bengal SIR Voter List : কাদের নাম বাদ পড়বে,তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২ টা নাগাদই। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিরাট সংখ্যক নাম বাদ পড়তে পারে এই তালিকা থেকে।

আজ এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ পড়তে চলেছে প্রায় ৫৮ লক্ষ। ২টি ওয়েবসাইটে লগ ইন করলেই জানা যাবে কাদের নাম বাদ। কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে,তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২ টা নাগাদই। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিরাট সংখ্যক নাম বাদ পড়তে পারে এই তালিকা থেকে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় চার লক্ষ নাম। কমিশন সূত্রে খবর, ২৭ অক্টোবর অবধি এই কেন্দ্রে ভোটারের সংখ্য়া ছিল ১৫ লক্ষ ৬ হাজার ৩৩৯। কিন্তু, এই লোকসভা এলাকা থেকে ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০টি এনুমারেশন ফর্ম ফেরত আসেনি। অর্থাৎ এই সংখ্য়ক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।
SIR-এর প্রথম পর্বের ছাঁকনিতে আটকাল কারা? কাদের নাম আপাতত বাদ পড়ল? কোন বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল কত নাম?
সব উত্তর পরিষ্কার হয়ে যাবে আর কয়েক ঘণ্টাতেই। দেখে নিন কোন কোন ওয়েবসাইটে লগ ইন করবেন।
https://www.eci.gov.in
https://ceowestbengal.wb.gov.in
লগ ইন করলেই দেখা যাবে খসড়া তালিকা ।
এছাড়া আর কোথায় কোথায় খসড়া তালিকা পাবেন?
আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা । জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলই। খবর কমিশন সূত্রে। এছাড়া DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফ লাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা।
আপনার নাম বাদ গেলে কী করবেন?
- কারও নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে ৬ নম্বর ফর্ম ।
- ৬ নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে ৪ নম্বর অ্যানেক্স ফর্ম ।
- ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি, জন্মের শংসাপত্রের নথি ।
- যার নামে শুনানির নোটিস, তাকেই হাজিরা দিতে হবে শুনানিতে ।
খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে উদ্বেগে কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এখানকার কুড়ি জন ভোটার এনুমারেশন ফর্মই পাননি। ফলে খসড়া তালিকায় যে নাম থাকবে না, সে বিষয়ে কার্যত নিশ্চিত তাঁরা। কিন্তু কেন এমনটা হল? এবার কী হবে? সেই দুশ্চিন্তা এখন গ্রাস করেছে তাঁদের।






















