Kolkata: জনবিরোধী ও দমনপীড়নের সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থীরাই, বার্তা বুদ্ধদেবের
Kolkata News: DYFI’এর সর্বভারতীয় সম্মেলনে লিখিত বার্তা পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বার্তায় রাজ্যের বাম আন্দোলনের প্রশংসাও করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও রুমা পাল, কলকাতা: 'বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী (leftism) আন্দোলন,' DYFI’এর সর্বভারতীয় সম্মেলনে এই লিখিত বার্তা পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। যাকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।
লিখিত বার্তা বুদ্ধদেবের, কটাক্ষ তৃণমূল ও বিজেপির
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মূদ্রাস্ফীতি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। অন্যদিকে আনিস খুন থেকে বগটুই হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। .বর্তমান পরিস্থিতিতে বামপন্থাই যে বিকল্প, সিপিএমের যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে কার্যত এই বার্তাই গেল পাম অ্যাভিনিউ থেকে।
বৃহস্পতিবার থেকে সল্টলেকে DYFI’র ১১তম সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার, সম্মেলন চলাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের মোবাইল ফোন থেকে DYFI’এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফোনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও DYFI’র প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা এসে পৌঁছয়। বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো বার্তাটি পাঠ করে শোনান DYFI’এর সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায়।
বার্তায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, 'বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের DYFI কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং DYFI’র এই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।'
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, 'গোটা রাজ্যকে ধ্বংস করে, এখন বার্তা দিয়ে কী হবে?'
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, 'নন্দীগ্রামের সময় কী হয়েছিল?'
আরও পড়ুন: North 24 Paraganas: বিধানসভা ভোটের পর ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটির
তৃণমূল বিজেপির কটাক্ষের জবাব
ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'দু’কামরার ঘরে বসে বুদ্ধদেব ভট্টাচার্য বার্তা দেন, তৃণমূলের মতো জেলে বসে অথবা সিবিআই-ইডির ভয়ে ঘরে লুকিয়ে তো এই বার্তা দেন না।'
DYFI’এর সম্মেলনে পাঠানো বার্তায় রাজ্যের বাম আন্দোলনের প্রশংসাও করেন বুদ্ধদেব ভট্টাচার্য।