SSC Controversy: 'শাস্তি দেওয়া হচ্ছে আমাদের, নতুনদের সঙ্গে এই প্রতিযোগিতা অসম', প্রতিবাদে কালো পোশাকে SSC পরীক্ষা দিতে এলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ
SSC Controversy Update: আজ কালো পোশাকে হলে আসতে দেখা গেল, চাকরিহারা শিক্ষক কালো চিন্ময় মণ্ডলও মেহবুব মণ্ডলদের।

কলকাতা: তাঁরা পরীক্ষায় বসবেন ঠিকই, তবে জারি রাখবেন প্রতিবাদ। পরীক্ষা হলে আসবেন, নিয়ম মনে পরীক্ষা দেবেন তাঁরা, তবে পোশাকে থাকবে প্রতিবাদের ভাষা। আজ কালো পোশাক পরে এসএসসি (SSC) পরীক্ষায় বসবেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ কালো পোশাকে হলে আসতে দেখা গেল, চাকরিহারা শিক্ষক কালো চিন্ময় মণ্ডলও মেহবুব মণ্ডলদের।
এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে চাকরিহারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী চিন্ময় মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, 'পুরো ব্যাপারটাই বিভীষিকাময়। আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, পুরোপুরি নতুনদের সঙ্গে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাঁরা নতুন নতুন আপার প্রাইমারিতে চাকরি পেয়েছেন, যাঁদের আমরা সহকর্মী বলে থাকি, তাঁরাই আমাদের ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন। আমরা তাঁদের নজরদারিতে আজকে, তাঁদের কাছে পরীক্ষা দিতে বসব। এটা আমাদের কাছে ভীষণ হতাশার। একটা মানসিকতা থাকে, একটা নীতিবোধ থাকে। আমরা আমাদের নীতিবোধের কাছে হেরে যাচ্ছি। আমাদের মন কোনোভাবেই এটা মেনে নিচ্ছে না। ৯০ মিনিটের ভিতরে কতটা লিখতে পারব জানি না। তবে সবাই নিজের মতো করে প্রস্তুতি নিয়েছে। বিস্তারিত হয়তো অনেকেই পড়তে পারেননি, সময় পাননি। বিগত দিনে যেভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণেই আমাদের চাকরিগুলো চলে গিয়েছে। আগামীদিনেও, আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। সুপ্রিম কোর্টের রায় হলেও আমরা পুরোপুরি চক্রান্তের শিকার। আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। সত্যিই এটা আমাদের কাছে খুব বেদনার। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকত, তাহলে আমাদের চাকরিগুলো যেত না। পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক, যাঁরাই চাকরি পাবেন, স্বচ্ছ্বভাবে পান। যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়।'
এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে চাকরিহারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী মেহবুব মণ্ডল বলেন, 'যতই প্রস্তুতি থাকুক, বিষয়টা আমাদের কাছে বেশ কঠিন। সবার পক্ষে সম্ভব ও নয়। যেমন করে জোর করে সতীদাহ প্রথা চাপিয়ে দেওয়া হত, যেমন করে গ্যালিলিও কোপারনিকাসকে দিয়ে আরোপিত মতামত বলিয়ে নেওয়া হত, এগুলো আমাদের কাছে তেমনই একটা শাস্তি দেওয়া। আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য এই প্রতীকী কালো পোশাক পরে আজ আমরা পরীক্ষা দেব।'






















