OMR Sheet: কম নম্বর পেয়েও শিক্ষক পদে তৃণমূল নেতার ছেলে! তুঙ্গে তরজা
North 24 Parganas: তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ইশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লা।
সমীরণ পাল, বারাসাত: OMR শিট কেলেঙ্কারিতে এবার নাম জড়াল, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষের ছেলে মহম্মদ নাজিবুল্লার (Mohammed Najibullah)। যদিও, ছেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ।
তৃণমূল নেতার ছেলের নাম 'অযোগ্য' তা্লিকায়: OMR শিট কেলেঙ্কারিতে এবার তৃণমূল নেতার ছেলের নাম জড়াল। তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ইশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লা। তিনি, সোনারপুরের জগদ্দল হাইস্কুলের শিক্ষক। অভিযোগ, তাঁর নাম রয়েছে হাইকোর্টে জমা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকায়।
বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, “ইশা রথীন ঘনিষ্ঠ, কাকলীঘোষ দস্তিদার সুপারিশ করেছিলেন। সাংসদের বিরুদ্ধে তদন্ত দরকার।’’ এদিন, বাড়িতে দিয়ে মহম্মদ নাজিবুল্লার খোঁজ পাওয়া যায়নি। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ ইশা সর্দার। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও, ফোন ধরেননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
OMR শিট কেলেঙ্কারিতে যখন বারাসাতের তৃণমূল নেতার ছেলের নাম জড়িয়েছে। তখন, বাগদায় একই অভিযোগ উঠল সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। লোকে একটা চাকরি পায় না! অভিযোগ, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে স্কুলে দু-দুবার চাকরি পেয়েছেন। প্রথমে প্রাথমিকে, তারপর হাইস্কুলে। আর, এই অভিযোগকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার বাগদার মামা-ভাগিনা গ্রাম। ফের, একবার নাম জড়িয়েছে বাগদার 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলের। চন্দনের, প্রতিবেশী শান্তনু বিশ্বাস। তিনি গাইঘাটার কলাসিমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক। অভিযোগ, তাঁর নাম রয়েছে হাইকোর্টে জমা দেওয়া এসএসসির বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকায়। বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের অভিযোগ, শান্তনু বিশ্বাসের বাবা স্থানীয় সিপিএম নেতা। আগে তিনি, সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। নিয়োগ দুর্নীতিতে সিপিএমের নাম জড়ানোয় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: Chaitali Tiwari: আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, ফের জিজ্ঞাসাবাদ চৈতালি তিওয়ারিকে